পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
[পূর্ববর্তী লেখার পর]
১১. আনসার শব্দের অর্থ কী?
ক. সাহায্যকারী খ. ভ্রমণকারী
গ. হিজরতকারী ঘ. ইবাদতকারী
১২. ‘দারুল আরকাম’ কী?
ক. একটি শিক্ষাপ্রতিষ্ঠান
খ. প্রার্থনা গৃহ
গ. একটি হানাফি বিদ্যালয়
ঘ. মানচিত্রের নির্দেশনা
১৩. ‘আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন।’—কথাটি মহানবি (সা.) কখন বলেছিলেন?
ক. বিদায় হজের ভাষণে
খ. মক্কা বিজয়ের পর
গ. বদরের যুদ্ধে
ঘ. খন্দকের যুদ্ধে
১৪. কোনটির পাশে ‘জাবালে রহমত’ অবস্থিত?
ক. মক্কা শরিফ
খ. মদিনা শরিফ
গ. বদর প্রান্তর
ঘ. আরাফাতের ময়দান
১৫. কোন সাহাবি তাঁর সমুদয় সম্পত্তি আল্লাহ তায়ালার রাস্তায় দান করেছলেন?
ক. যায়দ বিন সাবিত (রা.)
খ. হজরত উসমান (রা.)
গ. হজরত আলী (রা.)
ঘ. হজরত আবু বকর (রা.)
১৬. মুসাইলামাতুল কাজ্জাব কে?
ক. একজন মুশরিক
খ. একজন ভণ্ডনবি
গ. একজন ব্যবসায়ী
ঘ. একজন যোদ্ধা
১৭. হজরত আবু বকর (রা.) কিসের ব্যবসা করতেন?
ক. সোনার খ. খেজুরের
গ. কাগজের ঘ. কাপড়ের
১৮. হজরত আবু বকর (রা.)-কে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল কেন?
ক. হিজরতের সঙ্গী হওয়ায়
খ. মিরাজের ঘটনা বিশ্বাস করায়
গ. সততার কারণে
ঘ. ইসলাম গ্রহণ করায়
১৯. হজরত আবু বকর (রা.)–কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
ক. চূড়ান্তভাবে কোরআন সংকলন করায়
খ. আইনের শাসন প্রতিষ্ঠা করায়
গ. চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
ঘ. যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১১.ক ১২.ক ১৩.খ ১৪.ঘ ১৫.ঘ ১৬.খ ১৭.ঘ ১৮.খ ১৯.গ
নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]