১১. প্রশ্ন: তাহাদের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব হইবে না।
উত্তর: তাদের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব হবে না।
১২. প্রশ্ন: তাহারা বুঝিতে পারিয়াছিল তাহাদের পরাজয় অবধারিত।
উত্তর: তারা বুঝতে পেরেছিল তাদের পরাজয় অবধারিত
১৩. প্রশ্ন: ছেলেটি সেই ছবি তুলিতেছে।
উত্তর: ছেলেটি সেই ছবি তুলছে।
১৪. প্রশ্ন: বাংলাদেশ হইল নদীমাতৃক দেশ
উত্তর: বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ।
১৫. প্রশ্ন: একসময় সুন্দরবনে ওল বাঘও দেখিতে পাওয়া যাইত।
উত্তর: একসময় সুন্দরবনে ওল বাঘও দেখতে পাওয়া যেত।
১৬. প্রশ্ন: শিয়ালের ওপরই তাই দায়িত্ব পড়িল।
উত্তর: শিয়ালের ওপরই তাই দায়িত্ব পড়ল।
১৭. প্রশ্ন: সে কৌশলে বল কাটাইয়া লইয়া যায়।
উত্তর: সে কৌশলে বল কাটিয়ে নিয়ে যায়।
১৮. প্রশ্ন: খেলাপাগল সে, খেলিবেই।
উত্তর: খেলাপাগল সে, খেলবেই।
১৯. প্রশ্ন: তিনি বারবার অবস্থান পরিবর্তন করিতে থাকিলেন।
উত্তর: তিনি বারবার অবস্থান পরিবর্তন করতে থাকলেন।
২০. প্রশ্ন: তিনি বুঝতে পারিলেন মৃত্যু আসন্ন।
উত্তর: তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা