বাংলাদেশ ও বিশ্বপরিচয় - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

৮. প্রশ্ন: মানবাধিকার রক্ষায় সরকার, সমাজ ও আমাদের কী দায়িত্ব রয়েছে?

উত্তর: মানবাধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সমাজের সব মানুষের সমান দায়িত্ব রয়েছে। যেমন–

ক. সঠিক আইন প্রয়োগ ও সঠিক বিচারব্যবস্থা বাস্তবায়ন করা।

খ. মানবাধিকার প্রতিষ্ঠা বিষয়ে সবাইকে সচেতন করে তোলা।

গ. সমাজের সব মানুষের মধ্যে সহনশীল আচরণ গড়ে তোলা।

ঘ. আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব এবং সবাইকে সচেতন করব।

ঙ. কেউ কোনো মানবাধিকারবিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করব।

৯. প্রশ্ন: কোন শিশুদের অটিস্টিক শিশু বলে? তোমার শ্রেণির অটিস্টিক বন্ধুদের তুমি কীভাবে সহযোগিতা করতে পারো?

উত্তর: ‘অটিজম’ একটি বিকাশগত সমস্যার ফলে হয়। এই সমস্যা আক্রান্ত শিশুদের অটিস্টিক শিশু বলে।

আমাদের বিদ্যালয়ে বা শ্রেণিতে এ ধরনের শিশু থাকলে তাদের আমরা বিভিন্নভাবে সাহায্য করতে পারি। যেমন—

ক. আমাদের এই বন্ধুদের সঙ্গে আমরা এমন কোনো আচরণ করব না, যাতে তারা কষ্ট পায় বা উত্তেজিত হয়।

খ. তাই আমরা জেনে নেব আমাদের বন্ধুরা কী পছন্দ করে আর কোনটি করলে তাদের কষ্ট হয়।

গ. সবাই মিলে তাদের সাহায্য করব।

ঘ. খেয়াল রাখব তারা যেন বিরক্ত না হয়।

ঙ. আমরা আমাদের শ্রেণি শিক্ষককেও সহায়তা করব, যেন তিনি তাদের প্রতি বিশেষ যত্ন নিতে পারেন।

১০. প্রশ্ন: কোনো শিশুর মানবাধিকার লঙ্ঘিত হতে দেখলে তুমি কী করবে?

উত্তর: আমাদের সমাজে প্রায়ই শিশুদের মানবাধিকার লঙ্ঘিত হতে দেখা যায়।

সে ক্ষেত্রে আমরা নিচের কাজগুলো করতে পারি:

ক. বাড়িতে, বিদ্যালয়ে ও প্রতিবেশীদের মধ্যে কেউ যদি মানবাধিকারবিরোধী কোনো কাজ করে, তবে তাকে এ বিষয়ে সচেতন করব।

খ. প্রয়োজন হলে প্রতিবাদ করব।

গ. কীভাবে নির্যাতন রোধ করা যায়, সে বিষয়ে শিশুর অভিভাবক বা কর্মক্ষেত্রে কথা বলব।

ঘ. নির্যাতন বন্ধ করা না গেলে নিকটস্থ থানা বা গ্রামের প্রধানকে জানাব।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা