সপ্তম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৩১. শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী কোন যন্ত্রের জন্য একটি বিজ্ঞানসম্মত কি-বোর্ড লে-আউট তৈরি করেন?

ক. কম্পিউটার খ. টাইপরাইটার

গ. টেলেক্স ঘ. ফ্যাক্স

৩২. অ্যালাইনমেন্ট কয় ধরনের?

ক. ২ খ. ৪

গ. ৬ ঘ. ৮

৩৩. ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য কোন ইনপুট ডিভাইস প্রয়োজন?

ক. মাউস খ. ওএমআর

গ. কি-বোর্ড ঘ. স্পিকার

৩৪. ডকুমেন্টকে মাঝখানে অ্যালাইন করতে হলে কোনটি চাপতে হয়?

ক. Ctrl+c খ. Ctrl+r

গ. Ctrl+e ঘ. Ctrl+l

৩৫. ডকুমেন্টকে ডানে অ্যালাইন করতে হলে কোনটি চাপতে হয়?

ক. Ctrl+c খ. Ctrl+r

গ. Ctrl+e ঘ. Ctrl+l

৩৬. ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত সালের পর থেকে বাড়তে থাকে?

ক. ২০০০ খ. ২০০১

গ. ২০০২ ঘ. ২০০৩

৩৭. বিনা মূল্যের বাংলা ইউনিকোড সফটওয়্যার কোনটি?

ক. অভ্র খ. প্রবর্তনা

গ. লেখনী ঘ. বিজয়

৩৮. ইউনিকোড সফটওয়্যার অভ্র কত সালে প্রবর্তিত হয়?

ক. ২০০০ খ. ২০০৪

গ. ২০০৭ ঘ. ২০০৯

৩৯. কোনো ডকুমেন্টকে সাজানোর প্রক্রিয়াকে কী বলা হয়?

ক. এডিটিং খ. ফরমেটিং

গ. প্রিন্টিং ঘ. কম্পোজ

৪০. কোন যন্ত্র ছাপার জগৎ দখল করেছে?

ক. টাইপরাইটার খ. ফ্যাক্স

গ. কলম ঘ. কম্পিউটার

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.খ ৩২.খ ৩৩.গ ৩৪.গ ৩৫.খ ৩৬.ক ৩৭.ক ৩৮.গ ৩৯.খ ৪০.ঘ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)