১. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৬টি খ. ৭টি
গ. ১০টি ঘ. ১১টি
২. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?
ক. স্বরধ্বনি খ. ব্যঞ্জনধ্বনি
গ. মৌলিক ধ্বনি ঘ. যুগ্ম ধ্বনি
৩. ধ্বনির প্রতীককে কী বলা হয়?
ক. শব্দ খ. বাক্য
গ. বর্ণ ঘ. ভাষা
৪. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
ক. ষ্+ণ = ষ্ণ খ. হ্+ণ = হ্ন
গ. ষ্+ঞ = ষ্ণ ঘ. ক্+ম = ক্ষ
৫. ‘ষ্ণ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি?
ক. ঞ ও ষ খ. ষ ও ঞ
গ. ষ ও ণ ঘ. ণ ও ষ
৬. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কারবর্ণ খ. অনুবর্ণ
গ. ফলা ঘ. রেফ
৭. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কী?
ক. কারবর্ণ খ. অনুবর্ণ
গ. ফলা ঘ. রেফ
৮. নিচের কোন জোড়টি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে?
ক. স্বচ্ছ ও অস্বচ্ছ খ. কার ও ফলা
গ. স্বচ্ছ ও যুক্ত ঘ. অস্বচ্ছ ও উন্মুক্ত
৯. বাংলা কারবর্ণের সংখ্যা কত?
ক. ৯ খ. ১০
গ. ১১ ঘ. ১২
১০. বাংলা সংখ্যাবর্ণ কয়টি?
ক. ৭ খ. ৮
গ. ১০ ঘ. ১১
সঠিক উত্তর
পরিচ্ছেদ ৫: ১.খ ২.ক ৩.গ ৪.ক ৫.গ ৬.ক ৭.খ ৮.ক ৯.খ ১০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা