পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
[পূর্ববর্তী লেখার পর]
১০. জীবনের সার্থকতা কিসে?
ক. সম্পদে
খ. কাজে
গ. অন্যের উপকারে
ঘ. অন্যের সম্পদের আশায়
১১. কর্মক্লান্তির পর যে নির্ভাবনায় শান্তিতে ঘুমিয়ে পড়ে, জগতে সে কী?
ক. দুঃখী খ. সুখী
গ. আয়েশি ঘ. দুর্ভাগা
১২. ‘জীর্ণ’ শব্দের অর্থ কী?
ক. মেরামত খ. শীর্ণ
গ. দারিদ্র্য ঘ. বাঁকা
১৩. ‘অন্তরালে’ শব্দের অর্থ কী?
ক. সম্মুখে খ. আড়ালে
গ. পেছনে ঘ. অনুপস্থিতিতে
১৪. ভাবনা নেই যার, তাকে কী বলা হয়?
ক. ভাবনা ছাড়া খ. নির্ভাবনা
গ. নির্ভাবক ঘ. ভাবনারহিত
১৫. ‘বিত্ত’ শব্দের অর্থ কী?
ক. বৃত্ত খ. গোলাকার
গ. কৃপণতা ঘ. ধনসম্পদ
১৬. আহারের যোগ্য জিনিসকে কী বলে?
ক. আহার্য খ. আহার
গ. আহারীয় ঘ. আহরণীয়
১৭. ‘গ্লানি’ শব্দের অর্থ কী?
ক. গোলানো খ. গেলানো
গ. অবসাদ ঘ. ভাবনা
১৮. দৃষ্টির বাইরে থাকাকে কী বলে?
ক. আঁধার খ. অন্তরাল
গ. তুচ্ছ ঘ. সংশয়
১৯. মানুষ ক্রমে কেমন হয়ে উঠছে?
ক. জটিল খ. আত্মকেন্দ্রিক
গ. সুখী ঘ. দুঃখী
২০. দিন দিন মানুষের সঙ্গে মানুষের কী বাড়ছে?
ক. ব্যবধান খ. সম্পর্ক
গ. শত্রুতা ঘ. বন্ধুত্ব
২১. প্রকৃত অর্থে তারাই মানুষ, যারা—
i. জীর্ণ ঘরে বসবাস করেও সুখী
ii. বিত্তের পেছনে ছোটে না
iii. দারিদ্র্য সত্ত্বেও মানুষকে ভালোবাসতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
আশা: ১০.গ ১১.খ ১২.খ ১৩.খ ১৪.খ ১৫.ঘ ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.ক ২১.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]