পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. ‘দ্বিজাতি’ তত্ত্বের প্রবক্তা কে?
ক. জওহরলাল নেহরু
খ. মহাত্মা গান্ধী
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. এ কে ফজলুল হক
২২. ‘ভারতে মাত্র দুটি জাতি বাস করে’— উক্তিটি কার?
ক. মহাত্মা গান্ধী খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. সুভাষ চন্দ্র বসু ঘ. জওহরলাল নেহরু
২৩. ১৯৪০ সালের সংঘটিত ঘটনা কোনটি?
ক. দ্বিজাতি তত্ত্ব খ. বেজাল প্যাক্ট
গ. লাহোর প্রস্তাব ঘ. লক্ষ্ণৌ চুক্তি
২৪. ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উত্থাপক কে?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. লিয়াকত আলী খান
গ. শেরেবাংলা এ কে ফজলুল হক
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
২৫. কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
ক. লর্ড বেন্টিঙ্ক
খ. স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
গ. লর্ড মলে
ঘ. লর্ড মিন্টো
২৬. ৩ জুন পরিকল্পনা কী?
ক. ভারত বিভক্ত করার পরিকল্পনা
খ. বাংলাদেশ স্বাধীন করার পরিকল্পনা
গ. বাংলা প্রদেশ বিভক্ত করার পরিকল্পনা
২৭. ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
ক. লর্ড কার্জন
খ. লর্ড মাউন্টব্যাটেন
গ. লর্ড ক্যানিং
ঘ. লর্ড বেন্টিঙ্ক
২৮. বঙ্গভঙ্গের ফলে—
i. ব্রিটিশ শাসন দীর্ঘায়িত হয়
ii. পূর্ব বাংলার অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়
iii. হিন্দু-মুসলিম সম্প্রীতি সুদৃঢ় হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ দিয়েছিলেন কে?
ক. সম্রাট শাহজাহান
খ. সম্রাট ফররুখসিয়ার
গ. আলীবর্দী খান
ঘ. সিরাজউদ্দৌলা
৩০. কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
ক. পলাশীর খ. মীরাটেক
গ. পানিপথের ঘ. পূর্ণিয়ার
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.গ ২২.খ ২৩.গ ২৪.গ ২৫.খ ২৬.ক ২৭.খ ২৮.ক ২৯.খ ৩০.ক
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা