নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ২৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-২৮)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ২৩

২১. ‘নিমেষ মাঝেই সব শেষ’ বাক্যে ‘মাঝে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ক্ষণকাল খ. মধ্যে

গ. নিমিত্ত ঘ. পর্যন্ত

২২. ‘শরতের পরে আসে বসন্ত’—বাক্যটিতে ‘পরে’ অনুসর্গ কোন অর্থ প্রকাশ করছে?

বা, ‘শরতের পর আসে বসন্ত’—এখানে ‘পর’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?

ক. বিরতি খ. অবধি

গ. স্বল্প বিরতি ঘ. দীর্ঘ বিরতি

২৩. ‘কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া’—‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?

ক. ব্যাপার খ. প্রার্থনা

গ. নিমিত্ত ঘ. প্রসঙ্গ

২৪. ‘সীমার মাঝে অসীম তুমি’—বাক্যে ‘মাঝে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ব্যাপ্তি অর্থে খ. ঐকদেশিক অর্থে

গ. মধ্য অর্থে ঘ. নিকট অর্থে

২৫. অনুসর্গ কী? বা অনুসর্গ কোন পদ?

ক. শব্দ বিভক্তি খ. উপসর্গ

গ. ক্রিয়া বিভক্তি ঘ. অব্যয়

২৬. অনুসর্গ কী কাজ করে?

ক. বিভক্তির কাজ করে

খ. শব্দের অর্থ স্পষ্টতর করে

গ. শব্দের অর্থের পরিবর্তন করে

ঘ. বাক্যের অর্থের প্রকাশে সাহায্য করে

২৭. অনুসর্গের অপর নাম কী?

ক. বিভক্তি খ. অনন্বয়ী অব্যয়

গ. কর্মপ্রবচনীয় ঘ. অনুগামী সমুচ্চয়ী অব্যয়

২৮. ‘বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা’—এ কাব্যে ‘বিনে’ অনুসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে?

ক. সঙ্গে খ. প্রয়োজনে

গ. নিমিত্তে ঘ. ব্যতিরেকে

সঠিক উত্তর

পরিচ্ছেদ ২৩: ২১.ক ২২.ঘ ২৩.গ ২৪.গ ২৫.ঘ ২৬.ঘ ২৭.গ ২৮.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা