খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি

∎ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষাবোর্ড বৃত্তিসংক্রান্ত জরুরি তথ্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বৃত্তির জন্য গেজেটভুক্ত হয়েছে এমন শিক্ষার্থীদের ২০২২–২০২৩ অর্থবছরে মেধা ও সাধারণ বৃত্তির জন্য বরাদ্দকৃত অর্থ G2P (EFT) পদ্ধতিতে শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক হিসাব নম্বরে অনলাইনে প্রদান করবে।

শর্তসমূহ:

  • ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ থেকে ২০২১ সালে এইচএসসি অথবা আলিম পরীক্ষায় পাস করতে হবে

  • বৃত্তির জন্য গেজেটভুক্ত হতে হবে

  • খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে

  • তথ্য ফরমের সাথে পূর্ববর্তী (এইচএসসি/সমমান) পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কসিটের সত্যায়িত ফটোকপি এবং ব্যাংক হিসাব নম্বরের প্রমাণপত্র জমা দিতে হবে।

  • যাদের ব্যংক হিসাব নেই, তাদেরকে দ্রুত অগ্রণী ব্যাংক লি: খুবি শাখায় হিসাব খুলে নম্বরটি সংযুক্ত করতে হবে।

যেভাবে আবেদন করতে হবে:

  • খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তথ্যফরম পাওয়া যাবে (এখানে নিচে তথ্যফরম সংযুক্ত করা আছে)।

  • বোর্ডবৃত্তির গেজেটে উল্লিখিত ক্রমিক নম্বরসহ নির্ধারিত তথ্যফরম নির্ভুলভাবে পূরণ করে নিজ নিজ ডিসিপ্লিনে জমা দিতে হবে।

ফরম জমা দেওয়ার শেষ তারিখ: ২০ মার্চ ২০২৩

বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট: ku.ac.bd