[পূর্ববর্তী লেখার পর]
৬৮. অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস—
i. ঋণ রেখা
ii. ব্যবসায় ঋণ
iii. ক্রেতাদের নিকট থেকে অগ্রিম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দেশের একটি সুপ্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকার বাইরে আর একটি প্ল্যান্ট স্থাপন করতে চায়। এ জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
৬৯. প্রতিষ্ঠানটি তাদের অর্থায়নের জন্য—
i. শেয়ার বিক্রি করতে পারে
ii. ঋণপত্র ইস্যু করতে পারে
iii. বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭০. উদ্দীপকের আলোকে গৃহীত আর্থিক সিদ্ধান্তের ফলাফল কী হবে?
ক. শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কমবে
খ. প্রতিষ্ঠানের মুনাফা ও ঝুঁকি বাড়বে
গ. প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হবে
ঘ. প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হিসেবে বিবেচিত হবে
৭১. নিচের কোনটি সরকারি অর্থায়নের উৎসবহির্ভূত?
ক. আয়কর খ. আমদানি শুল্ক
গ. রপ্তানি শুল্ক ঘ. শেয়ার বিক্রয়
৭২. তারল্য ও দেউলিয়াত্ব ঝুঁকির মধ্যে সম্পর্ক কেমন?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. নিরপেক্ষ ঘ. আনুপাতিক
৭৩. অর্থায়নের প্রথম কাজ কোনটি?
ক. তহবিল সংগ্রহ
খ. তহবিল বণ্টন
গ. মূলধন সংরক্ষণ
ঘ. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা
৭৪. সম্পদ বৃদ্ধির জন্য মুনাফা সংরক্ষণ অর্থায়নের কোন কার্যের অন্তর্গত?
ক. বিনিয়োগ
খ. লভ্যাংশ বণ্টন
গ. সম্পদ ব্যবস্থাপনা
ঘ. সংরক্ষণ
৭৫. সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. মুনাফা সর্বোচ্চকরণ
খ. সম্পদ সর্বাধিকরণ
গ. জনকল্যাণ
ঘ. ব্যবসায় সম্প্রসারণ
৭৬. বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন গ্রহণযোগ্য দ্রব্যকে কী বলে?
ক. অর্থ খ. মুনাফা
গ. আয় ঘ. ব্যয়
৭৭. ব্যবসায় অর্থায়নের প্রধান লক্ষ্য কী?
ক. ব্যবসায় অর্থ সরবরাহ
খ. ব্যবসায়ের ঝুঁকি হ্রাস
গ. ব্যবসায়ের সম্পদ সর্বাধিকরণ
ঘ. ব্যবসায়ের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা
৭৮. ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক কীরূপ?
ক. নিম্নমুখী
খ. সমানুপাতিক
গ. ধনাত্মক
ঘ. ঋণাত্মক
৭৯. কেবল একটি সম্পদে বিনিয়োগ করলে কোন ঝুঁকির সৃষ্টি হয়?
ক. ব্যবসায়িক ঝুঁকি
খ. পোর্টফোলিও ঝুঁকি
গ. একক ঝুঁকি
ঘ. আর্থিক ঝুঁকি
সঠিক উত্তর
অধ্যায় ১: ৬৮.গ ৬৯.ঘ ৭০.খ ৭১.ঘ ৭২.খ ৭৩.ক ৭৪.খ ৭৫.গ ৭৬.ক ৭৭.গ ৭৮.গ ৭৯.গ
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]