১১. ‘যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে’— এই বাক্যের ‘সেই সুখ লাভ করে’ কোন রকমের খণ্ডবাক্য?
ক. বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য
খ. বিশেষ্যস্থানীয় অধীন খণ্ডবাক্য
গ. ক্রিয়া-বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য
ঘ. সর্বনামস্থানীয় অধীন খণ্ডবাক্য
১২. গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১৩. যে বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে কোন বাক্য বলে?
ক. সরল বাক্য খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য ঘ. খণ্ড বাক্য
১৪. ‘যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে’—এটি কোন ধরনের বাক্য?
ক. সরল বাক্য খ. মিশ্র বাক্য
গ. যৌগিক বাক্য ঘ. অসম্পূর্ণ বাক্য
১৫. ‘আমি বহু কষ্টে সাঁতার শিখেছি’— এটা কোন প্রকার বাক্য?
ক. জটিল বাক্য খ. সরল বাক্য
গ. যৌগিক বাক্য ঘ. অসম্পূর্ণ বাক্য
১৬. ‘ছেলেটি গরিব কিন্তু মেধাবী’—এটি কোন বাক্যের উদাহরণ?
ক. যৌগিক খ. সরল
গ. জটিল ঘ. মিশ্র
১৭. ‘দুঃখ এবং বিপদ একসাথে আসে’—গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য?
ক. সরল খ. জটিল
গ. যৌগিক ঘ. মিশ্র
১৮. কোনটি জটিল বাক্য?
ক. ছেলেটি গরিব কিন্তু মেধাবী
খ. জগতে অসম্ভব বলে কিছু নেই
গ. তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি
ঘ. এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না
১৯. ‘পলাশ মন দিয়ে লেখাপড়া ...’— বাক্যটিতে কোন গুণটি অনুপস্থিত?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা
গ. আসক্তি ঘ. যোগ্যতা
২০. ‘শিমুল মাঠে খেলতে গেছে’—এখানে ‘শিমুল’—
ক. উদ্দেশ্য খ. বিধেয়
গ. কর্ম ঘ. বিশেষণ
সঠিক উত্তর
বাক্য: ১১. ক ১২.খ ১৩.ক ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.গ ১৯.খ ২০.ক
শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা