এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

১১. নিচের কোনটি প্রতিষ্ঠানের উদাহরণ?

ক. বিশ্ববিদ্যালয় খ. ব্যাংক

গ. বিবাহ ঘ. পরিবার

১২. সমাজকাঠামোর বিভিন্ন উপাদান ও নীতিমালার মাধ্যমে কিসের জন্ম?

ক. সামাজিক পরিকল্পনার

খ. সামাজিক গবেষণার

গ. সামাজিক আইনের

ঘ. সামাজিক প্রতিষ্ঠানের

১৩. সামাজিক সংস্থাগুলো সামাজিক প্রতিষ্ঠানগুলোর কী হিসেবে কাজ করে?

ক. বিকল্প খ. অনুরূপ

গ. প্রতিচ্ছবি ঘ. দিকনির্দেশক

১৪. ‘Fundamentals of Sociology’ গ্রন্থের রচয়িতা কে?

ক. ম্যাকাইভার খ. পেজ

গ. জাট্রুড ঘ. জিসবার্ট

১৫. প্রতিষ্ঠান কোন কার দ্বারা অনুমোদিত প্রতিষ্ঠিত ও বিন্যস্ত?

ক. সমাজের খ. গোষ্ঠীর

গ. রাষ্ট্রের ঘ. সম্প্রদায়ের

১৬. কোনটি আদি সামাজিক প্রতিষ্ঠান?

ক. বিবাহ খ. পরিবার

গ. গণমাধ্যম ঘ. ধর্ম

১৭. ‘Family’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?

ক. Famulus খ. Familiar

গ. Familliar ঘ. Famolous

১৮. ‘পরিবার হচ্ছে রক্ত সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত এক ক্ষুদ্র সামাজিক সংগঠন’—সংজ্ঞাটি কার?

ক. বি ম্যালিনস্কি খ. মর্গান

গ. অগবার্ন ও নিম ঘ. সামনার ও কেলার

১৯. সরোরেট বিবাহ কেমন?

ক. মৃত ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে

খ. মৃত স্ত্রীর বোনকে বিয়ে

গ. উঁচু জাতের পুরুষের নিম্নবর্ণের মেয়েদের বিয়ে

ঘ. নিচু বংশের পুরুষের সঙ্গে উচ্চবর্ণের মেয়ের বিয়ে

২০. পরিবারব্যবস্থা গড়ে ওঠার একমাত্র অবলম্বন কোনটি?

ক. শহর খ. গ্রাম

গ. বাসস্থান ঘ. নিরাপত্তা

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.ঘ ১২.ঘ ১৩.ঘ ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.খ ২০.গ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা