৫১. আপন বা জ্ঞাতি সম্পর্কের নিকট ভাইবোনের মধ্যে বিয়ের ভিত্তিতে কোন পরিবার গঠিত হয়?
ক. পুনালুয়াম পরিবার
খ. সিনডিয়াসমিয়ান পরিবার
গ. পিতৃপ্রধান পরিবার
ঘ. কনস্যাংগুইন পরিবার
৫২. ‘মানুষ শুরু থেকেই একক বিবাহভিত্তিক পরিবারে বসবাস করত’—এ মতটি কার?
ক. ওয়েস্টারমার্কের খ. স্পেনসারের
গ. ম্যাকাইভারের ঘ. মর্গানের
৫৩. ‘সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যৌন জীবন, বিবাহ ও পরিবারের কাঠামোতে মৌলিক পরিবর্তন এসেছে’—এ বক্তব্যটি কার?
ক. ম্যাকাইভারের খ. বার্জেসের
গ. নিমকফের ঘ. এল হেনরি মর্গানের
৫৪. সিনডিয়াসমিয়ান পরিবারের সূত্রপাত হয়েছিল কোন দেশের অধিবাসীদের মধ্যে?
ক. আমেরিকা খ. ব্রিটেন
গ. আফ্রিকা ঘ. জার্মানি
৫৫. আপন বা জ্ঞাতি–সম্পর্কিত নিকট ভাইবোনের মধ্যে বিবাহ নিষিদ্ধকরণের মাধ্যমে কোন পরিবারের আবির্ভাব ঘটে?
ক. পুনালুয়াম পরিবার খ. কনস্যাংগুইন পরিবার
গ. মাতৃপ্রধান পরিবার ঘ. পিতৃপ্রধান পরিবার
৫৬. মর্গানের মতে, কোন পরিবার আধুনিক পরিবারের সর্বজনীন রূপ?
ক. মনোগামি পরিবার খ. পিতৃপ্রধান পরিবার
গ. পুনালুয়ান পরিবার ঘ. কনস্যাংগুইন পরিবার
৫৭. ‘আমার নিজের ভাই এবং পিতার ভাইয়ের পুত্ররা সবাই আমার ভাইয়ের দ্বারা’ —কী ধরনের জ্ঞাতি প্রথাকে বোঝানো হয়?
ক. বর্ণনামূলক জ্ঞাতি খ. শ্রেণিবাচক জ্ঞাতি
গ. কাল্পনিক জ্ঞাতি ঘ. প্রথাগত জ্ঞাতি
৫৮. মর্গানের মতে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে—
i. যৌন জীবনে
ii. বিবাহে
iii. পরিবার কাঠামোতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯. পিতৃপ্রধান পরিবারে ক্ষমতা যাদের হাতে থাকে—
i. স্বামী
ii. পিতা
iii. মাতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. কোন ধরনের পরিবারে নেতৃত্বদানের ক্ষমতা পরিবারের বয়স্ক মেয়েদের ওপর ন্যস্ত থাকে?
ক. পিতৃপ্রধান পরিবারে
খ. মাতৃপ্রধান পরিবারে
গ. পিতৃবাস পরিবারে
ঘ. মাতৃবাস পরিবারে
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৫১.ঘ ৫২.ক ৫৩.ঘ ৫৪.ক ৫৫.ক ৫৬.ক ৫৭.খ ৫৮.ঘ ৫৯.ক ৬০.খ
শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা