সংক্ষেপে জেনে রাখি - মুদ্রাবাজার, ফটোলাইসিস, আধান নিরপেক্ষ, আবহাওয়া ও জলবায়ু

মুদ্রাবাজার

দেশের আর্থিক লেনদেন পরিচালনার জন্য ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহ স্বল্পমেয়াদি ঋণ দিয়ে থাকে। এ অর্থের লেনদেন কার্যক্রম যে বাজারে হয়ে থাকে, তাদের সমষ্টিকে মুদ্রাবাজার বলে।

ফটোলাইসিস

সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে সূর্যশক্তির সাহায্যে পানি ভেঙে অক্সিজেন, ইলেকট্রন ও হাইড্রোজেনে পরিণত হয়। পানির এ ধরনের ভাঙনকে ফটোলাইসিস বলে। এ প্রক্রিয়ায় সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়।

আধান নিরপেক্ষ

প্রতিটি পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। এদের মধ্যে প্রোটন ও নিউট্রন একত্রে থাকে, যাকে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস। এর বাইরে ইলেকট্রন ঘুরতে থাকে। ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত এবং প্রোটন ধনাত্মক আধানযুক্ত। নিউট্রন আধান নিরপেক্ষ। আবার একটি পরমাণুতে যে কটি প্রোটন থাকে, ঠিক সেই কটিই ইলেকট্রন থাকে। এ কারণে সাধারণ অবস্থায় একটি পরমাণু আধান নিরপেক্ষ হয়ে থাকে।

আবহাওয়া ও জলবায়ু

কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। জলবায়ু হচ্ছে কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়।