দশম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

২১. শিল্প এলাকায় ঘন বসতির কারণে কোনটির ক্ষতি বেশি হচ্ছে?

ক. রাস্তাঘাটের খ. বনভূমির

গ. জলাশয়ের ঘ. কৃষিজমির

২২. গ্রীষ্মকালে ভারতের গঙ্গা উপত্যকায় গড় তাপমাত্রা কত থাকে?

ক. ২৭° সেলসিয়াস

খ. ৩৮° সেলসিয়াস

গ. ২৯° সেলসিয়াস

ঘ. ৩০° সেলসিয়াস

২৩. বদ্বীপ সমভূমি বাংলাদেশের কোন কোন জেলা নিয়ে গঠিত?

ক. রংপুর–দিনাজপুর

খ. দিনাজপুর–ফরিদপুর

গ. ফরিদপুর–যশোর

ঘ. যশোর–রংপুর

২৪. নেপালে কখন প্রবল বৃষ্টি হয়?

ক. জুন–অক্টোবর খ. জুন–সেপ্টেম্বর

গ. মে–অক্টোবর ঘ. মে–সেপ্টেম্বর

২৫. সাধারণত কত বছর পর পর এক একটা বড় ভূমিকম্প হয়?

ক. ৭৭ বছর খ. ৯৭ বছর

গ. ১০০ বছর ঘ. ১২৫ বছর

২৬. বাংলাদেশের জলবায়ু কেমন?

ক. মোটামুটি শীতল ও চরমভাবাপন্ন

খ. মোটামুটি উষ্ণ, শীতল ও চরমভাবাপন্ন

গ. মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন

ঘ. শীতল আর্দ্র ও সমভাবাপন্ন

২৭. জানুয়ারিতে কাঠমান্ডুর তাপমাত্রা কত থাকে?

ক. প্রায় ১০° সে. খ. প্রায় ২০° সে.

গ. প্রায় ২৫° সে. ঘ. প্রায় ৩০° সে.

২৮. গ্রীষ্মকালে মিয়ানমারের মান্দালয়ের তাপমাত্রা কত বিরাজ করে?

ক. ১৯° সে খ. ২৭° সে

গ. ৩২° সে ঘ. ৪৩° সে

২৯. বাংলাদেশের পূর্ব–পশ্চিমের সর্বোচ্চ বিস্তৃতি কত কিলোমিটার?

ক. ৪১০ কি.মি. খ. ৪৪০ কি.মি.

গ. ৪৬০ কি.মি. ঘ. ৭৬০ কি.মি.

৩০. বর্ষাকালে কোন মৌসুমি বায়ুর প্রভাবে মিয়ানমারে প্রচুর বৃষ্টি হয়?

ক. উত্তর–পূর্ব খ. দক্ষিণ–পূর্ব

গ. উত্তর–পশ্চিম ঘ. দক্ষিণ–পশ্চিম

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.ঘ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.গ ২৬.গ ২৭.ক ২৮.গ ২৯.খ ৩০.ঘ

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা