বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : অধ্যায় ১ | বাংলাদেশ ও বিশ্বপরিচয় - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল কোনটি?

ক. বাংলা ভাষা খ. ধর্ম

গ. ছয় দফা ঘ. ভৌগোলিক বৈশিষ্ট্য

২. ‘বাংলা ভাষা দাবি দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয় কবে?

ক. ১১ মার্চ, ১৯৪৮

খ. ১৮ মার্চ, ১৯৪৯

গ. ২৫ মার্চ, ১৯৫১

ঘ. ২৬ মার্চ,১৯৫২

৩. ১৯৩৭ সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধিতা করেন কে?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. খাজা নাজিমউদ্দিন

গ. শেরে বাংলা এ কে ফজলুল হক

ঘ. শহিদ সোহরাওয়ার্দী

৪. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে কত সালে?

ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে

গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৪৮ সালে

৫. কোন নাটকের পটভূমি ছিল ‘ভাষা আন্দোলন’?

ক. কবর খ. ফুড কনফারেন্স

গ. পুতুলের বিয়ে ঘ. নীলদর্পণ

৬. ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল কবে?

ক. ১৯৪৭ সালের ফেব্রুয়ারি মাসে

খ. ১৯৪৭ সালের মে মাসে

গ. ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে

ঘ. ১৯৪৭ সালের জুন মাসে

৭. ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল কোনটি?

ক. অসমাপ্ত গল্প খ. আগুনের পরশমণি

গ. আরেক ফাল্গুন ঘ. নন্দিত নরকে

৮. বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল ছিল কোন দশকে?

ক. চল্লিশের দশকে খ. পঞ্চাশের দশকে

গ. ষাটের দশকে ঘ. সত্তরের দশকে

৯. রাষ্ট্রভাষা বাংলা পাকিস্তানের সংবিধানের অন্তর্ভুক্ত হয় কত সালে?

ক. ১৯৫৬ সালে খ. ১৯৫৮ সালে

গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে

১০. কোন সরকার ৬ দফাকে ‘বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি’ হিসেবে আখ্যায়িত করেন?

ক. ইস্কান্দার মির্জা খ. মোহাম্মদ আলী জিন্নাহ

গ. জেনারেল ভুট্টো ঘ. আইয়ুব খান

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.ক ২.ক ৩.গ ৪.গ ৫.ক ৬.গ ৭.গ ৮.খ ৯.ক ১০.ঘ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা