পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
১. কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়?
ক. -টুক খ. -টি
গ. -খানা ঘ. -খানি
২. ‘নির্দেশক যুক্ত’ হয় কোন শব্দের সঙ্গে?
ক. বিশেষ্য খ. সর্বনাম
গ. বিশেষণ ঘ. সব কটিই
৩. যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, সেগুলোকে কী বলে?
ক. বচন খ. লিঙ্গ
গ. আবেগ ঘ. নির্দেশক
৪. কোন ধরনের শব্দের সঙ্গে নির্দেশক যুক্ত হয় না?
ক. বিশেষ্য খ. সর্বনাম
গ. বিশেষণ ঘ. ক্রিয়া
৫. যেসব ক্ষেত্রে -টা বা -টি বসে, সেসব ক্ষেত্রে অন্য কী বসতে পারে?
ক. -খানা বা-খানি খ. -জন
গ. -টুকু ঘ. কোনোটাই নয়
৬. মানুষ ছাড়া আর কিসের সঙ্গে ‘-জন’ নির্দেশক ব্যবহৃত হয়?
ক. প্রাণীর সঙ্গে
খ. উদ্ভিদের সঙ্গে
গ. আসবাবপত্রের সঙ্গে
ঘ. সংখ্যার সঙ্গে
৭. যে লগ্নক নির্দিষ্টতা বোঝায়, তার নাম কী?
ক. সংখ্যা খ. নির্দেশক
গ. লিঙ্গ ঘ. উপসর্গ
৮. ‘ন্যাকামিটা এখন রাখো।’—বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সঙ্গে ‘টা’ যুক্ত হয় কোন অর্থ প্রকাশ করেছে?
ক. নিরর্থকতা খ. সার্থকতা
গ. দ্ব্যর্থকতা ঘ. ভিন্নার্থকতা
৯. ‘এক যে ছিল রাজা।’—এখানে নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অনির্দিষ্টতা খ. নির্দিষ্টতা
গ. নিরর্থকভাবে ঘ. বাহুল্য অর্থে
১০. নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা কী হয়ে যায়?
ক. নির্দিষ্ট খ. অনির্দিষ্ট
গ. সুনির্দিষ্ট ঘ. নিরর্থক
সঠিক উত্তর
পরিচ্ছদ ২৬: ১.ক ২.গ ৩.ঘ ৪.ঘ ৫.ক ৬.ঘ ৭.খ ৮.ক ৯.ক ১০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা