১১. গুরুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১২. কেন্দ্রমণ্ডল কত কি.মি. পুরু?
ক. ১,৫৯০ খ. ৩,৪৮৬
গ. ৪,৭৮০ ঘ. ৫,২৮০
১৩. ভূত্বক যে উপাদান দিয়ে তৈরি তাকে কী বলে?
ক. শিলা খ. লাভা
গ. ম্যাগমা ঘ. কর্দম
১৪. কোন খনিজ একটি মাত্র মৌল দ্বারা গঠিত?
ক. পাললিক শিলা খ. গন্ধক
গ. চুনাপাথর ঘ. বেলেপাথর
১৫. কোন শিলাকে প্রাথমিক শিলা বলে?
ক. আগ্নেয় শিলা
খ. পাললিক শিলা
গ. রূপান্তরিত শিলা
ঘ. কঠিন শিলা
১৬. আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১৭. কোনটি বহিঃজ আগ্নেয় শিলা?
ক. ব্যাসল্ট খ. গ্রানাইট
গ. গ্যাব্রো ঘ. ল্যাকোলিথ
১৮. মহাদেশীয় ভূত্বকের আবরণের কত ভাগ পাললিক শিলা?
ক. ৬৫ ভাগ খ. ৭০ ভাগ
গ. ৭৫ ভাগ ঘ. ৮০ ভাগ
১৯. কোনটি জীবদেহ থেকে উত্পন্ন হয়?
ক. কয়লা খ. বেলেপাথর
গ. ল্যাকোলিথ ঘ. সিল
২০. ভূমিকম্পের উত্পত্তিস্থলকে কী বলে?
ক. উপকেন্দ্র খ. ভূমিকম্প
গ. কেন্দ্র ঘ. আগ্নেয়গিরি
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১১.ক ১২.খ ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা