দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১৩

৮১. অপারেশন সার্চলাইটের মূল দায়িত্বে কে ছিলেন?

ক. টিক্কা খান খ. রাও ফরমান আলী

গ. আইয়ুব খান ঘ. নাজিমুদ্দীন

৮২. বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৬ মার্চ তাঁর বাসায় অবস্থানের কারণ যে সাংবাদিককের কাছে ব্যাখ্যা করেছিলেন, তার নাম কী?

ক. মার্ক টালি খ. ডেভিড ফ্রস্ট

গ. সাইমন ড্রিং ঘ. আকবর খান

৮৩. মুজিবনগর সরকারের চিফ অব স্টাফ কে ছিলেন?

ক. শফিউর রহমান

খ. কর্নেল (অব.) আবদুল মালেক

গ. লে. কর্নেল (অব) আবদুর রব

ঘ. সৈয়দ নজরুল ইসলাম

৮৪. মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার কোথায় স্থানান্তরিত হয়?

ক. ৮ নম্বর থিয়েটার রোড

খ. হেয়ার রোড

গ. পার্ক স্ট্রিট

ঘ. চন্দননগর

৮৫. মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতায় স্থানান্তরের কারণ—

i. মুজিবনগরে পাকিস্তানি বিমানের বোমাবর্ষণ

ii. পাকিস্তানি সেনারা মেহেরপুর দখল করে

iii. এ সরকার গঠনের দুই ঘণ্টার মধ্যে ঘটে দখল ও বোমাবর্ষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৬. বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) মিশন কয়টি দেশে স্থাপিত হয়েছিল?

ক. ৪ খ. ৬

গ. ৮ ঘ. ১২

৮৭. ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা হয়েছিল কবে?

ক. ২১ ফেব্রুয়ারি ১৯৫২

খ. ৭ মার্চ ১৯৭১

গ. ২৫ মার্চ ১৯৭১

ঘ. ১৪ ডিসেম্বর ১৯৭১

৮৮. ১৯৭১ সালে শরণার্থীদের বড় অংশকে আশ্রয় দিয়েছিল—

i. ত্রিপুরা ও আসাম

ii. পশ্চিমবঙ্গ

iii. দিল্লি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৯. শরণার্থী নিয়ে সরকারি পর্যায়ে ভারতের নীতির দিক ছিল—

i. মানবিক

ii. জাতীয় স্বার্থ

iii. আন্তর্জাতিক স্বার্থ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯০. মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে পরিচালিত প্রতিটি আক্রমণে কারা ছিলেন নিবেদিতপ্রাণ?

ক. নারী খ. কৃষক

গ. ছাত্র ঘ. ছাত্রনেতা

সঠিক উত্তর

অধ্যায় ১৩: ৮১.খ ৮২.খ ৮৩.গ ৮৪.ক ৮৫.ঘ ৮৬.খ ৮৭.গ ৮৮.ক ৮৯.ক ৯০.খ

কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)