২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে এসএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ (জীববিজ্ঞানসহ) থেকে ন্যূনতম জিপিএ ২.৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকারের সরকারি প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি দুটি মেডিকেল ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে।
কোর্স দুটি হলো ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের ২৩টি আইএইচটি (IHT-ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি) এবং ১৬টি ম্যাটসে (MATS-মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুল) ওই কোর্স দুটিতে ভর্তি চলছে। কোর্স দুটিতে মোট আসন রয়েছে ৪ হাজার ৭০১টি, যার মধ্যে আইএইচটিগুলোতে আছে মোট ৩ হাজার ৬১৯টি আসন ও ম্যাটসগুলোতে আছে মোট ১ হাজার ৮২টি আসন।
যেকোনো শিক্ষার্থী এই কোর্সের যেকোনো একটি করার পরেই বাংলাদেশের যেকোনো সরকারি-বেসরকারি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিতে পারবেন। বাড়তি আর কোনো ডিগ্রি না হলেও চলবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনকারীর এসএসসি/সমমান ২০১৯ থেকে ২০২৩–এর মধ্যে হতে হবে
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে এবং জীববিজ্ঞানসহ উত্তীর্ণ হতে হবে
এসএসসিতে কমপক্ষে জিপিএ ২.৫ পেতে হবে
O Level বা বিদেশ থেকে পাসকৃত শিক্ষার্থীদের ২ হাজার টাকার পে-অর্ডার জমা প্রদান করে পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে (নম্বর সমতাকরণ সনদ) ও আইডি কোড (ID Code) সংগ্রহ করতে হবে, যা ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে না। এ ছাড়া বিভাগীয় (Departmental) প্রার্থীরা আগেই পরিচালক (চিকিৎসা শিক্ষা) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকার কাছ থেকে আইডি কোড (ID Code) সংগ্রহ করবেন।
অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখ: ৯ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট
ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড: ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত
হাজিরা শিট ডাউনলোড: ১৯ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত
ভর্তি পরীক্ষার তারিখ: ২২ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত
অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পর এসএসসির সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের এক ঘণ্টার লিখিত (MCQ) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো মৌখিক পরীক্ষা থাকবে না। লিখিত পরীক্ষায় বাংলা ১৫, ইংরেজি ১৫, গণিত ১৫, পদার্থ ১৫, রসায়ন ১৫, জীববিজ্ঞান ১৫ ও সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০; অনুযায়ী নম্বর বণ্টন করা হবে।
MATS ও IHT উভয় ক্ষেত্রেই ভর্তি পরীক্ষার ফলাফলের সঙ্গে এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA–এর ২০ গুণ যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ এসএসসি (GPA x ২০) + লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর = চূড়ান্ত নম্বর।
ভর্তি পরীক্ষার ফি ৭০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোনের মাধ্যমে পরিশোধ করতে হবে। কোনো প্রার্থী ফি পরিশোধের পর দাখিলকৃত আবেদনপত্র সংশোধন করতে চাইলে পুনরায় আবেদন করে পুনরায় ফি জমা দিতে হবে। এ ক্ষেত্রে সর্বশেষ আবেদনপত্র চূড়ান্ত বলে বিবেচিত হবে।
সব অনুষদে চাকরিরত বিভাগীয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীর জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। বিভাগীয় প্রার্থীদেরও অন্যান্য সাধারণ প্রার্থীর মতো একই শিক্ষা যোগ্যতা থাকতে হবে এবং একই সঙ্গে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিভাগীয় প্রার্থীর বয়স ১ আগস্ট ২০২৩ তারিখে ৪০ বছরের বেশি হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
সব অনুষদে চাকরিরত বিভাগীয় প্রার্থী (Departmental) বলতে তাঁদেরই বোঝানো হবে, যাঁরা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগে এবং সুনির্দিষ্ট পদে কমপক্ষে তিন বছর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পাঁচ বছর চাকরি করেছেন।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল, বারডেম হাসপাতাল, শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, মাতুয়াইল, ঢাকা এবং রেলওয়ে হাসপাতাল এ নিজ নিজ বিষয়ে চাকরিরত আছেন (যেমন ডেন্টাল অ্যাটেনডেন্ট, ডেন্টাল কোর্সে, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট-ল্যাবরেটরি কোর্সে, ডার্করুম অ্যাসিসট্যান্ট-রেডিওগ্রাফি কোর্সে, কম্পাউন্ডার-ফার্মেসি কোর্সে ইত্যাদি) তারাই আবেদন করতে পারবেন।
ডিপার্টমেন্টাল প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন অগ্রবর্তী করে এসএসসি/সমমানের পরীক্ষা পাসের সত্যায়িত সনদ, এসএসসি/সমমানের পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, স্থায়ী ঠিকানা উল্লেখপূর্বক নাগরিকত্বের সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন সত্যায়িত ছবিসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলা) মেডিকেল এডুকেশন শাখায় জমা দিয়ে আইডি (ID) ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে সংগ্রহপূর্বক অনলাইনে আবেদন করতে পারবেন। আইডি (ID) ছাড়া Departmental প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে IHTM লিখে, স্পেস দিয়ে User Id লিখে 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
উদাহরণ: IHTM<Space>FRLGCT টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে FRLGCT হলো ফরম পূরণ করে পাওয়া User ID
প্রথম মেসেজটি পাঠানো হলে ফিরতি মেসেজে ৮ ডিজিটের একটি পিন নম্বর পাওয়া যাবে।
সম্মতি জানিয়ে একটি দ্বিতীয় মেসেজ পাঠাতে হবে। যেখানে পরীক্ষার ফি হিসেবে ৭০০ টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেওয়ার জন্য নিম্নোক্তভাবে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণ: IHTM<Space>YES<space>13423495 টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে 13423495 হলো PIN নম্বর।
দ্বিতীয় মেসেজ পাঠানো হলে ফিরতি মেসেজে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে, যা ব্যবহার করে ওয়েবসাইট থেকে আবেদনকারীর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।