১১. কোনটি দুগ্ধ প্রোটিন পরিপাককারী এনজাইম?
ক. রেনিন খ. কেসিন
গ. পেপসিন ঘ. ট্রিপসিন
১২. কোনটি নিষ্ক্রিয় এনজাইম?
ক. জিলেটিনেজ খ. পেপসিনোজেন
গ. পেপসিন ঘ. রেনিন
১৩. লালারস—
i. পরিপাক নিয়ন্ত্রণ করে
ii. অধিক পানিযুক্ত
iii. এনজাইম ধারণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. লালাগ্রন্থি হলো—
i. প্যারোটিড গ্রন্থি
ii. সাব-লিঙ্গুয়াল গ্রন্থি
iii. সাব-ম্যান্ডিবুলার গ্রন্থি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. শর্করা যকৃতে সঞ্চিত হয় কীরূপে?
ক. গ্লুকোজ খ. গ্লিসারল
গ. গ্লাইকোজেন ঘ. সেলুলোজ
১৬. পিত্তরস ক্ষরিত হয় কোনটি থেকে?
ক. লালাগ্রন্থি খ. পাকস্থলী
গ. যকৃৎ ঘ. অগ্ন্যাশয়
১৭. নিচের কোনটি মিশ্রগ্রন্থি?
ক. অগ্ন্যাশয় খ. লালাগ্রন্থি
গ. যকৃৎ ঘ. পিটুইটারি
১৮. নিচের কোনটি থেকে গ্লুকাগন নিঃসৃত হয়?
ক. যকৃৎ খ. অগ্ন্যাশয়
গ. পাকস্থলী ঘ. ক্ষুদ্রান্ত
১৯. কোনটিকে ‘মানবদেহের ল্যাবরেটরি’ বলা হয়?
ক. পাকস্থলী খ. অগ্ন্যাশয়
গ. যকৃৎ ঘ. ফুসফুস
২০. ভ্যাটারের অ্যাম্পুলা কোনটির সঙ্গে সম্পৃক্ত?
ক. পিত্তথলি খ. পিত্তনালি
গ. অভিন্ন পিত্তনালি ঘ. যকৃৎ নালি
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা