পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৪৯. সমাজের সমস্যাগুলো কেমন?
ক. আন্তসম্পর্কীয় খ. বহিঃসম্পর্কীয়
গ. দূরসম্পর্কীয় ঘ. নেতিবাচক সম্পর্কীয়
৫০. আর কে মারটন সামাজিক সমস্যাকে কয়টি মহৎ অংশে বিভক্ত করেছেন?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৫১. নিচের কোনটি সামাজিক অনাচারের উদাহরণ?
ক. নিরক্ষরতা খ. দরিদ্রতা
গ. পুষ্টিহীনতা ঘ. যৌতুক প্রবণতা
৫২. যৌতুকের ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Gift খ. Presentation
গ. Bookshih ঘ. Dowry
৫৩. অনেক সমাজে নারীদের মর্যাদা স্বীকৃত না হওয়ার যৌক্তিকতা কোনটি?
ক. আত্মনির্ভরশীলতা খ. পরনির্ভরশীলতা
গ. অশিক্ষা ঘ. কুসংস্কার
৫৪. কোনটি ছাড়া আইন প্রণয়ন অর্থহীন?
ক. ব্যক্তিগত সচেতনতা
খ. দলীয় সচেতনতা
গ. সামাজিক সচেতনতা
ঘ. রাজনৈতিক সচেতনতা
৫৫. কোন ধর্মে যৌতুক প্রদান করা বিবাহ প্রথার একটি অংশ?
ক. ইসলাম ধর্মে খ. হিন্দুধর্মে
গ. বৌদ্ধধর্মে ঘ. খ্রিষ্টধর্মে
৫৬. বাল্যবিবাহের প্রধান কারণ কোনটি?
ক. দারিদ্র্য খ. বেকারত্ব
গ. মাদকাসক্তি ঘ. ইভটিজিং
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৪৯.ক ৫০.ক ৫১.ঘ ৫২.ঘ ৫৩.খ ৫৪.গ ৫৫.খ ৫৬.ক
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা