১. প্রশ্ন: পৃথিবী গ্রহ না উপগ্রহ?
উত্তর: গ্রহ।
২. প্রশ্ন: গ্রহ কাকে কেন্দ্র করে ঘোরে?
উত্তর: নক্ষত্রকে কেন্দ্র করে।
৩. প্রশ্ন: আমাদের পৃথিবী কাকে কেন্দ্র করে ঘোরে?
উত্তর: সূর্যকে।
৪. প্রশ্ন: সূর্যের চারদিকে কয়টি গ্রহ ঘুরছে?
উত্তর: আটটি গ্রহ।
৫. প্রশ্ন: সূর্য থেকে তাপ ও আলো পাওয়া যায় কেন?
উত্তর: সূর্য একটি নক্ষত্র বলে।
৬. প্রশ্ন: রাতের আকাশে আমরা যে তারা দেখতে পাই, সেগুলো আসলে কী?
উত্তর: নক্ষত্র।
৭. প্রশ্ন: গ্যালাক্সি কী?
উত্তর: অসংখ্য নক্ষত্রের সমষ্টি।
৮. প্রশ্ন: দৃশ্যমান মহাবিশ্বে কতগুলো গ্যালাক্সি রয়েছে?
উত্তর: প্রায় এক ট্রিলিয়ন (লাখ কোটি)।
৯. প্রশ্ন: একটি গ্যালাক্সিতে কতগুলো নক্ষত্র থাকে?
উত্তর: প্রায় এক বিলিয়ন (এক শ কোটি)।
১০. প্রশ্ন: আমাদের গ্যালাক্সির নাম কী?
উত্তর: ছায়াপথ বা মিল্কিওয়ে।
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা