পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৯১. জাবেদা বহিকে বলা হয়—
i. প্রাথমিক বহি
ii. সহকারী বহি
iii. দৈনিক বহি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯২. খুচরা নগদান বই কোনটি?
ক. খতিয়ান খ. রেওয়ামিল
গ. প্রাথমিক বই ঘ. চূড়ান্ত বা পাকা বই
নিচের উদ্দীপকটি পড়ে ৯৩ ও ৯৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব আরমান ২০২১ সালের ১ জানুয়ারি নগদ ৫০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। নগদে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা, বেতন প্রদান ৫,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা।
৯৩. জনাব আরমানের প্রারম্ভিক মূলধন কত?
ক.৫০,০০০ টাকা খ. ৬০,০০০ টাকা
গ. ১,০০,০০০ টাকা ঘ. ১,১০,০০০ টাকা
৯৪. জনাব আরমানের নগদান হিসাবের জের কত?
ক. ৩০,০০০ টাকা খ. ৪০,০০০ টাকা
গ. ৫০,০০০ টাকা ঘ. ৬০,০০০ টাকা
৯৫. নিচের কোনটি কন্ট্রা এন্ট্রি?
ক. নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন
খ. নগদ টাকা ব্যাংকে জমা
গ. দেনাদার কর্তৃক ব্যাংকে জমা
ঘ. বিক্রীত পণ্যের চেক সরাসরি ব্যাংকে জমা
৯৬. সেতু অ্যান্ড সন্সের অগ্রদত্ত অর্থের পরিমাণ ১,২০০ টাকা, জানুয়ারির খরচের পরিমাণ ১,০০০ টাকা, ফেব্রুয়ারির খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে কত টাকা পাবেন?
ক. ২,২০০ টাকা খ. ১,২০০ টাকা
গ. ১,০০০ টাকা ঘ. ২০০ টাকা
৯৭. খুচরা নগদ তহবিল বৃদ্ধির জন্য কোন হিসাবটি ডেবিট করা হয়?
ক. বিবিধ ব্যয় হিসাব
খ. নগদান হিসাব
গ. ব্যাংক চলতি হিসাব
ঘ. খুচরা নগদান হিসাব
৯৮. আসবাবের অবচয় ধার্য করা হলো ৫,০০০ টাকা। আসবাবের অবচয় দ্বারা কারবারের—
i. সম্পত্তি হ্রাস পেয়েছে
ii. আয় হ্রাস পেয়েছে
iii. খরচ বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৯. একটি প্রতিষ্ঠানের চলতি দায় ৫,০০০ টাকা, ঋণ ৪০,০০০ টাকা ও মালিকানাস্বত্ব ৮৫,০০০ টাকা হলে সম্পদ কত?
ক. ১,৩০,০০০ টাকা খ. ৮৫,০০০ টাকা
গ. ৪৫,০০০ টাকা ঘ. ৪০,০০০ টাকা
১০০. বিনিয়োগ হিসাব প্রভাবিত হবে কোনটির কারণে?
i. শেয়ার ক্রয়
ii. সঞ্চয়পত্র ক্রয়
iii. জমি ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৯১.ঘ ৯২.গ ৯৩.গ ৯৪.খ ৯৫.খ ৯৬.গ ৯৭.ঘ ৯৮.খ ৯৯.ক ১০০.ক
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা