আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর
চট্টগ্রাম সমিতি, ঢাকা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে (মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কৃষিসহ সাধারণ বিষয়ে) স্নাতক পর্যায়ে এবং সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম বর্ষে (সেশন: ২০২২-২৩) অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে।
বৃহত্তর চট্টগ্রামের মেধাবী,অসচ্ছল সীমিতসংখ্যক শিক্ষার্থীকে শিক্ষাজীবনের পূর্ণ মেয়াদ কোর্সের জন্য এ বৃত্তি প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থী যাঁদের ‘নিজ জেলা’ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং যাঁদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় ছাড়া) বিজ্ঞান শাখায় জিপিএ-৪.৭৫, ব্যবসায় শাখায় জিপিএ-৪.৫০ ও মানবিক শাখায় জিপিএ-৪ রয়েছে তাঁরা আবেদন করতে পারবেন।
বিস্তারিত তথ্য ও আবেদন ফরম ctgsamitydhaka.org-এই ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সমিতির কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৩
এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষার নম্বরপত্র/ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি
পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
অধ্যয়নরত প্রতিষ্ঠানের ভর্তি রসিদের সত্যায়িত কপি
আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি (যদি থাকে)
মা-বাবার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
অসম্পূর্ণ, ভুল/জাল তথ্য থাকলে বা যথাযথ কাগজপত্র সঙ্গে যুক্ত না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদনকারীর ঐচ্ছিক বিষয় ব্যতীত বিজ্ঞপ্তিতে উল্লেখিত জিপিএ (GPA) না থাকলে আবেদন ফরম সরাসরি বাতিল হবে।
আবেদনকারীকে অবশ্যই চট্টগ্রাম/কক্সবাজার/রাঙ্গামাটি/খাগড়াছড়ি/বান্দরবান জেলার অধিবাসী হতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি-ঢাকা, চট্টগ্রাম ভবন (১০ম তলা), ৩২ তোপখানা রোড, ঢাকা-১০০০