১. বৃষ্টিপাতের পরিমাণ যত বেশি হবে কোন ভূমিক্ষয় ততই বেশি হবে?
ক. নালা ভূমিক্ষয়
খ. রিল ভূমিক্ষয়
গ. বায়ু ক্ষয়
ঘ. নদীভাঙন ভূমিক্ষয়
২. খাদ্যে আর্দ্রতার পরিমাণ কত থাকলে ছত্রাক বা পোকামাকড় জন্মাতে পারে?
ক. ১০% এর বেশি
খ. ১২% এর বেশি
গ. ১৫% এর বেশি
ঘ. ২০% এর বেশি
৩. গরুকে দৈনিক কত কেজি শুকনা খড় দিতে হয়?
ক. ১-২ কেজি খ. ৩-৪ কেজি
গ. ৪-৫ কেজি ঘ. ৫-৬ কেজি
৪. ‘খড়’ তৈরি করতে বর্জ্য গাছগুলোকে রোদে শুকিয়ে কত আর্দ্রতায় আনতে হয়?
ক. ১০-১৫% খ. ১৫-২০%
গ. ২৫-৩০% ঘ. ৩০-৪০%
৫. অ্যালজি পানি ব্যবহার করে কম খরচে বৃদ্ধি করা সম্ভব—
i. গরুর মাংস
ii. দুধ উৎপাদন
iii. গরুর খাবার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস কোনটি?
ক. মাটি খ. বায়ু
গ. জৈব সার ঘ. ইউরিয়া
৭. মুলা চাষের জন্য কয়টি চাষ দিতে হবে?
ক. ১২টি খ. ১৪টি
গ. ১৬টি ঘ. ১৮টি
৮. তুলা চাষের জন্য কয়টি চাষ দিতে হবে?
ক. ২টি খ. ৪টি
গ. ৬টি ঘ. ৮টি
৯. ধান চাষের জন্য কয়টি চাষ দিতে হবে?
ক. ২টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ১০টি
১০. আলু চাষের জন্য কয়টি চাষ দিতে হবে?
ক. ৫–৬টি খ. ৭–৮টি
গ. ৯টি ঘ. ১০টি
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ক ২.ক ৩.খ ৪.খ ৫.ক ৬.ক ৭.গ ৮.ঘ ৯.খ ১০.ক
মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা