পঞ্চম শ্রেণির পড়াশোনা
৬. প্রশ্ন: দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের —---- আক্রান্ত হচ্ছে।
উত্তর: রোগে
৭. প্রশ্ন: দূষণের ফলে জীবজন্তুর —---- নষ্ট হচ্ছে।
উত্তর: আবাসস্থল
৮. প্রশ্ন: দূষণের ফলে —---- ধ্বংস হচ্ছে।
উত্তর: খাদ্যশৃঙ্খল
৯. প্রশ্ন: তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে —---- গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে।
উত্তর: হিমবাহ
১০. প্রশ্ন: হিমবাহ গলে সমুদ্রের পানির —---- বেড়ে যাচ্ছে।
উত্তর: উচ্চতা
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা