৭১. কোনটিকে ‘জৈবমুদ্রা’ বলা হয়?
ক. ATP খ. GTP
গ. NAD ঘ. NADP
৭২. ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়—
i. অক্সিজেন
ii. হাইড্রোজেন
iii. ইলেকট্রন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৩. সবুজ উদ্ভিদ কী জাতীয় খাদ্য প্রস্তুত করে?
ক. আমিষ খ. স্নেহ
গ. শর্করা ঘ. ভিটামিন
৭৪. ক্রেবস চক্রে নিট উৎপাদন—
i. 4 অণু CO2
ii. 18 অণু ATP
iii. 4 অণু ATP
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৫. ATP এবং NADPH+H+ কে কী বলা হয়?
ক. আত্তীকরণ শক্তি
খ. শক্তি মুদ্রা
গ. রূপান্তরিত শক্তি
ঘ. বিকেন্দ্রীকরণ শক্তি
৭৬. সবুজ উদ্ভিদের CO2 বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৭৭. অ্যাসিটাইল Co-A তে নিট উৎপাদন—
i. 2 অণু CO2
ii. 4 অণু ATP
iii. 6 অণু ATP
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৮. সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি —
i. একটি সরল প্রক্রিয়া
ii.একট জটিল প্রক্রিয়া
iii. একটি দীর্ঘ প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৯. কোনটির প্রভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়?
ক. বায়ুর খ. পানির
গ. সূর্যালোকের ঘ. তাপমাত্রার
৮০. পাতার কোনটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান?
ক. মেসোফিল টিস্যু
খ. সবাত শ্বসন
গ. জাইলেম টিস্যু
ঘ. নাইট্রোজেন
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৭১.ক ৭২.ঘ ৭৩.গ ৭৪.ঘ ৭৫.ক ৭৬.খ ৭৭.খ ৭৮.গ ৭৯.গ ৮০.ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা