প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা নিও। সপ্তম শ্রেণিতে তোমরা নতুন শিক্ষাক্রমে পড়া শুরু করেছো। A Dream School লেসন দিয়ে নতুন ইংরেজি বইয়ের শুরু। এই লেসন পাঠ করে তোমরা তার সঙ্গে সম্পর্কীয় অনুশীলন করবে। মানুষের স্বপ্ন থাকে ভালো একটি স্কুলে পড়ার। একজন চায় তার স্কুলের পাশে একটি পুকুর থাকবে, আরেকজন চায় একটি খেলার মাঠ। স্কুল শেষে সহপাঠীদের নিয়ে মাঠে সে খেলবে।
কেউ চায় পাশে একটি বইয়ের দোকান, ক্যানটিন, নদী, শিশুপার্ক।
তোমাদের নতুন নতুন ইংরেজি শব্দের মানে শিখতে হবে, তার সমার্থক শব্দ (synonym), বিপরীতার্থক শব্দ (antonym) ও তাদের ব্যবহার শিখতে হবে। তোমাদের নিজের চেষ্টায় নতুন নতুন সঠিক বাক্য তৈরি করা শিখতে হবে।
Suffix, prefix ও affix শিখতে হবে।
যেমন: ‘come’ শব্দের পূর্বে wel যোগ করে welcome শব্দ তৈরি করা হলো। এখানে wel হলো prefix।
আবার nice–এর সঙ্গে ly যোগ করে nicely শব্দ তৈরি করা হলো। এখানে ly হলো suffix।
তোমাদের যেকোনো বিষয়ের ওপর ভিত্তি করে অনুচ্ছেদ লেখার যোগ্যতা অর্জন করতে হবে।
Picture দেখে picture story অথবা picture–এ কী দেওয়া আছে তার ওপর বিভিন্ন প্রশ্নের উত্তর লেখার যোগ্যতা অর্জন করতে হবে।
এক–দুজন অথবা কয়েকজনের গ্রুপে বিভক্ত হয়ে সমস্যার সমাধান করা, অন্যকে সহযোগিতা করা, অন্যের অগ্রগতি ও দুর্বলতা পর্যবেক্ষণ করা, নিজের সুবিধার্থে অন্যের সাহায্য নেওয়া, নিজের দুর্বলতা পর্যবেক্ষণ করা, অগ্রগতি অর্জন হয়েছে কি না, তা বুঝতে শিখবে।
দুজন ব্যক্তি, দুটি স্থান, দুটি জিনিস ইত্যাদির মাঝে similarities বা মিলসমমূহ এবং dissimilarities বা অমিলসমূহ ছক আকারে লিপিবদ্ধ করতে শিখবে।
Words/phrases–এর meaning–এর সঙ্গে তাদের ম্যাচিং করা শিখতে হবে।
তোমাদের নতুন পাঠ্যবই খুবই চমৎকার। এর ভালো ব্যবহার করবে। ডিকশনারির সহায়তা নেবে, প্রতিদিন স্কুলে গিয়ে সম্মানিত শিক্ষকদের সহায়তা নেবে। ইংরেজি বলা, লেখা, শুনে বুঝে পড়া ও নির্ভুলভাবে লেখার যোগ্যতা অর্জন করতে আপ্রাণ চেষ্টা করবে।
ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা