ঢাকা বোর্ডে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল, করা যাবে সংশোধনীও

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন অনুমোদিত সব শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভাগ, বিষয়, ধর্ম, লিঙ্গ, ছবি ইত্যাদি সংশোধনসহ বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বিলম্ব ফি ব্যতীত ২৭/০৬/২০২৩ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

২৭ জুনের পর কোনো অবস্থাতেই ওপরের বিভিন্ন ধরনের সংশোধন এবং বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না।

নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

বিস্তারিত জানতে পূর্বের নোটিশটি নিচে সংযুক্ত করে দেওয়া হলো।