অষ্টম শ্রেণির পড়াশোনা
২১.শিশু-কিশোরদের অপরাধী করে তুলতে পারে—
i. বস্তির পরিবেশ
ii. বস্তির খারাপ অভিজ্ঞতা
iii. সঙ্গদোষ ও অভাবের তাড়না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. শিশুমনে নিচের কোনটি হীনম্মন্যতার জন্ম দেয়?
ক. অর্থের প্রাচুর্যতা
খ. শারীরিক–মানসিক ত্রুটি
গ. কম প্রতিভা
ঘ. আবেগহীনতা
২৩. কোনটি কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে?
ক. বিদ্যালয়ের পরিবেশ
খ. গ্রামের পরিবেশ
গ. শহরের পরিবেশ
ঘ. বস্তির পরিবেশ
২৪. শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন?
ক. পাঠাগার
খ. ব্যায়ামাগার
গ. সংবাদপত্র
ঘ. পাঠাগার ও ব্যায়ামাগার
২৫. শিশু-কিশোরের মানসিক বিকাশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য কোন কাজটি করতে হবে?
ক. সুশিক্ষা দেওয়া
খ. খেলতে দেওয়া
গ. বেড়াতে দেওয়া
ঘ. ভিডিওতে ছবি দেখা
২৬. শিশু-কিশোরেরা যাতে খারাপ পথে না যায়, সে জন্য কাকে বেশি সতর্ক থাকতে হবে?
ক. শিক্ষককে খ. অভিভাবককে
গ. বন্ধুকে ঘ. বাবাকে
২৭. মাদকাসক্তির সূত্রপাত কীভাবে ঘটতে পারে?
ক. গোপনে ধূমপান করলে
খ. মানুষের সঙ্গে রাগারাগি করলে
গ. পরীক্ষায় খারাপ ফল করলে
ঘ. মাদকাসক্ত সাথিদের সঙ্গে মেলামেশা করলে
২৮. কিশোর-মন স্বভাবতই কী রকম?
ক. উচ্চাভিলাষী খ. দুর্বল
গ. কৌতূহলপ্রবণ ঘ. নিঃসঙ্গ
২৯. কারা সচেতন থাকলে কিশোরদের অপরাধ থেকে ফিরিয়ে রাখা যেতে পারে?
ক. পিতা–মাতা ও পরিবারের বয়োজে৵ষ্ঠরা
খ. বন্ধুবান্ধব
গ. স্কুলের শিক্ষকেরা
ঘ. প৶তিবেশীরা
৩০. বাংলাদেশে কিশোর অপরাধের অন্যতম কারণ কোনটি?
ক. শিক্ষার অভাব
খ. দারিদ্র্য
গ. শাসনের অভাব
ঘ. পিতা-মাতার কর্মস্থল পরিবর্তন
সঠিক উত্তর
অধ্যায় ১০: ২১.ঘ ২২.খ ২৩.ক ২৪.ঘ ২৫.ক ২৬.খ ২৭.ঘ ২৮.গ ২৯.ক ৩০.খ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা