অষ্টম শ্রেণির পড়াশোনা
৪১. নতুন মেইল পাঠানোর জন্য কোনটি নির্বাচন করতে হয়?
ক. Compose a mail
খ. Send a new mail
গ. Inbox
ঘ. Sent item
৪২. কোনটি ইয়াহুর ওয়েব ঠিকানা?
ক. www.yahoo.com
খ. www.yahoo.bd
গ. www.yahoo.gov.bd
ঘ. www.yahoo.edu.com
৪৩. ই-মেইল ব্যবহার করে কী কাজ করা যায়?
ক. ই-মেইল পাঠানো যায়
খ. ওয়েবসাইট দেখা যায়
গ. পত্রিকা পড়া যায়
ঘ. টিভি দেখা যায়
৪৪. ই-মেইল আইডিতে কতটি অক্ষর ব্যবহার করা যায়?
ক. ৪ থেকে ২০ খ. ৪ থেকে ৩২
গ. ৬ থেকে ৪০ ঘ. ৮ থেকে ৪৮
৪৫. ই-মেইল আইডির পাসওয়ার্ডের দৈর্ঘ্য সীমা কত বর্ণের?
ক. ৪ থেকে ১৬ খ. ৮ থেকে ১৬
গ. ৬ থেকে ৩২ ঘ. ৮ থেকে ৩২
৪৬. ই-মেইল আইডিটি হতে হবে—
i. সহজ, সরল ও বোধগম্য
ii. ইংরেজি ছোট বা বড় হাতের অক্ষর
iii. বিশেষ ধরনের ক্যারেক্টার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. ই-মেইলের সঙ্গে আলাদা করে পাঠানো কোনো ফাইলকে কী বলে?
ক. টাচ ফাইল খ. ইনবক্স ফাইল
গ. মূল ফাইল ঘ. অ্যাটাচড ফাইল
৪৮. ই-মেইলের সঙ্গে ফাইল সংযুক্ত করতে চাইলে কোনটির ওপর ক্লিক করতে হয়?
ক. কম্পোজ খ. অ্যাড ফাইল
গ. অ্যাটাচড ঘ. মূল ফাইল
৪৯. দৈনন্দিন জীবনকে আনন্দময় করতে কিসের ভূমিকা রয়েছে?
ক. পড়াশোনার খ. বিনোদনের
গ. একা থাকার ঘ. পরিবারের
৫০. কাগজে ছাপা বইগুলোর জায়গা দখল করছে কোনটি?
ক. খবরের কাগজ
খ. কম্পিউটার
গ. ই–বুক
ঘ. মুঠোফোন
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৪১.ক ৪২.ক ৪৩.ক ৪৪.খ ৪৫.গ ৪৬.ঘ ৪৭.ঘ ৪৮.ঘ ৪৯.খ ৫০.গ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা