প্রশ্ন: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির ____ অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
উত্তর: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
প্রশ্ন: বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর ____ জন্মগ্রহণ করেন।
উত্তর: বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন: বেগম রোকেয়ার ____ প্রতি অসীম অনুরাগ ছিল।
উত্তর: বেগম রোকেয়ার শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল।
প্রশ্ন: ১৯০৯ সালে বেগম রোকেয়া ভাগলপুরে একটি ____ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
উত্তর: ১৯০৯ সালে বেগম রোকেয়া ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: বাংলাদেশে প্রতিবছর ____ সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়।
উত্তর: বাংলাদেশে প্রতিবছর ৯ ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়।
প্রশ্ন: বিশ্বজুড়ে ৮ মার্চকে আন্তর্জাতিক ____ দিবস পালন করা হয়।
উত্তর: বিশ্বজুড়ে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
প্রশ্ন: ____ সালের ৮ মার্চ নারী পোশাকশ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন।
উত্তর: ১৮৫৭ সালের ৮ মার্চ নারী পোশাকশ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন।
প্রশ্ন: ১৯০৮ সালে ____ পোশাকশ্রমিক নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন।
উত্তর: ১৯০৮ সালে নিউইয়র্কে পোশাকশ্রমিক নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন।
প্রশ্ন: জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারীর ____ এবং নারী দিবস ঘোষণার দাবি জানান।
উত্তর: জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা