পঞ্চম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ - প্রশ্নোত্তর (৪-৬)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৪ .প্রশ্ন: অধিক জনসংখ্যা শিক্ষার ওপর কী প্রভাব ফেলছে?

উত্তর: শিক্ষার ওপর অধিক জনসংখ্যার ২টি প্রভাব হলো—

ক. দরিদ্রতার কারণে অনেক পিতা-মাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না।

খ. বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশু পরিবারকে কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে।

৫ .প্রশ্ন: দেশে শিক্ষার হার বাড়ানোর জন্য দুটি করণীয় লেখো।

উত্তর: দেশের শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে করণীয়:

ক. শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে হবে। অর্থাৎ সকল শিশুকেই স্কুলে পাঠাতে হবে।

খ. শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৬ .প্রশ্ন: দক্ষ জনশক্তি উন্নয়নের ক্ষেত্রে দুটি করণীয় লেখো।

উত্তর: দক্ষ জনশক্তি উন্নয়নের ক্ষেত্রে দুটি করণীয়:

ক. কারিগরি শিক্ষার উন্নয়ন করা

খ. বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা