এসএসসি ২০২৪ - গার্হস্থ্য বিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-২৯)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

২১. গৃহসজ্জায় একঘেয়ে ভাব আসে কখন?

ক. আসবাবের স্থায়ী বিন্যাসের ফলে

খ. আসবাবের অস্থায়ী বিন্যাসের ফলে

গ. আসবাব বড় হলে

ঘ. আসবাব ছোট হলে

নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নিতু তার বাসার জন্য সোফা, অ্যাকুয়ারিয়াম ইত্যাদি কিনে আনেন। এগুলো তিনি কক্ষে সাজিয়ে রাখেন।

২২. ওপরের আসবাবগুলো নিতু বাসার কোন ঘরে সাজিয়ে রাখেন?

ক. বসার ঘরে

খ. পড়ার ঘরে

গ. খাবার ঘরে

ঘ. শোবার ঘরে

২৩. নিতুর ক্রয় করা পণ্যসামগ্রী তাদের যে উপকার করে, তা হলো—

i. গৃহের সৌন্দর্য বাড়ায়

ii. গৃহের আরাম বাড়ায়

iii. গৃহের আভিজাত্য বাড়ায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সিমা বসার ঘরের জন্য কয়েকটি ছবি কিনে ছোট দেয়ালের অনেক ওপরের দিকে টাঙিয়ে দিল। এ ছাড়া পুষ্পবিন্যাসের মাধ্যমে সে তার গৃহের সৌন্দর্য বাড়িয়ে তোলে।

২৪. সিমা কীভাবে ছবি টাঙালে ঘরের সৌন্দর্য বাড়ত?

ক. ছোট দেয়ালে অনেক ছবি রাখলে

খ. দৃষ্টি বরাবর রাখলে

গ. দেয়ালের ওপরের দিকে রাখলে

ঘ. অনেক নিচে রাখলে

২৫. পুষ্পবিন্যাসের সময় সিমা—

i. ফুলের স্বাভাবিক ছন্দ বজায় রাখে

ii. ফুলদানিতে যথেষ্ট পানি দেয়

iii. ফুলদানির চেয়ে ফুলের প্রাধান্য দেয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. কোনটি বসার ঘরের আসবাব?

ক. সোফাসেট খ. খাট

গ. ওয়ার্ডরোব ঘ. আলমারি

২৭. কোন ঋতুতে গাঢ় রঙের পর্দা ব্যবহার করা যায়?

ক. গ্রীষ্ম খ. শরৎ

গ. হেমন্ত ঘ. শীত

২৮. রান্নাঘরের অবস্থান কোন ঘরের পাশে হলে খাদ্য পরিবেশন করতে সুবিধা হয়?

ক. বসার ঘর খ. খাবার ঘর

গ. শোবার ঘর ঘ. পড়ার ঘর

২৯. সপ্তাহে কত দিন জীবাণুনাশক দিয়ে ঘরের মেঝে পরিষ্কার করা উচিত?

ক. এক দিন খ. দুই দিন

গ. তিন দিন ঘ. চার দিন

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২১.ক ২২.ক ২৩.ক ২৪.খ ২৫.ঘ ২৬.ক ২৭.ঘ ২৮.খ ২৯.ক

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা