[পূর্ববর্তী লেখার পর]
৭. প্রশ্ন: কাগজ তৈরি হয় কী দিয়ে? কোথায় কোথায় সরকারি কাগজ কল রয়েছে লিখো।
উত্তর: কাগজকলগুলোতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়। চন্দ্রঘোনা, খুলনা ও পাকশীতে সরকারি কাগজ কল রয়েছে।
৮. প্রশ্ন: কুটিরশিল্প কাকে বলে? কয়েকটি কুটিরশিল্পের নাম লেখো।
উত্তর: যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমাণে তৈরি করা হয়, তখন তাকে কুটিরশিল্প বলে। উল্লেখযোগ্য কুটিরশিল্প আছে—কাঠশিল্প, কাঁসাশিল্প, মৃৎশিল্প ইত্যাদি।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]