পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ কবে হয়?
ক. ১৯৮৪ সালে খ. ১৯৯০ সালে
গ. ১৯৯৫ সালে ঘ. ১৯৯৮ সালে
২২. হাসপাতাল সমাজসেবা মূলত কিসের ওপর ভিত্তিশীল একটি সমাজসেবামূলক কার্যক্রম?
ক. ব্যক্তি সমাজকর্মের
খ. দল সমাজকর্মের
গ. সমষ্টি সমাজকর্মের
ঘ. সামাজিক আইনের
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মিসেস খান সমাজকর্মের একটি শাখায় কাজ করেন, যার সূচনা হয় ১৯০৫ সালে আমেরিকায়। আর ১৯৫৪ সালে তা বাংলাদেশে কাজ শুরু করে।
২৩. উদ্দীপকের মিসেস খান সমাজকর্মের কোন শাখায় কাজ করেন?
ক. ক্লিনিক্যাল সমাজকর্ম
খ. চিকিৎসা সমাজকর্ম
গ. বিদ্যালয় সমাজকর্ম
ঘ. সাইকিয়াট্রিক সমাজকর্ম
২৪. উক্ত সমাজকর্মে যে ধরনের কাজ সম্পাদন করা হয়, তা হলো—
i. রোগের প্রকৃত কারণ উদ্ঘাটন করা
ii. পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা
iii. রোগীর ফাইল সংরক্ষণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. প্রথম কোথায় চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ শুরু হয়?
ক. ব্রিটেনে খ. আমেরিকায়
গ. রাশিয়ায় ঘ. ভারতে
২৬. ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসক ছিলেন কে?
ক. ডা. রিচার্ড সি ক্যাবোট
খ. ডা. রিথাম ডি বোল্ট
গ. ডা. আইমন ক্যান্ট
ঘ. ডা. জগনিথ ক্যাবোট
২৭. আমেরিকায় চিকিৎসা ‘সমাজকর্মী সমিতি’ গঠিত হয় কখন?
ক. ১৯১৬ সালে খ. ১৯১৭ সালে
গ. ১৯১৮ সালে ঘ. ১৯১৯ সালে
২৮. ঢাকা মেডিকেলে পরীক্ষামূলকভাবে চিকিৎসা সমাজকর্ম চালু হয় —
i. রেডক্রসের সহায়তায়
ii. জাতিসংঘের সহায়তায়
iii. ওআইসির সহায়তায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. রোগ নিরাময়ের পথ সুগম হয় কীভাবে?
ক. অনুসন্ধানের মাধ্যমে
খ. অনুশীলনের মাধ্যমে
গ. প্রশিক্ষকের মাধ্যমে
ঘ. ওষুধ সেবনের মাধ্যমে
৩০. বর্তমান কয়টি জেলায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রমপরিচালিত হচ্ছে?
ক. ৬১টি খ. ৬৪টি
গ. ৬৮টি ঘ. ৭০টি
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.ক ২২.ক ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.ক ২৭.গ ২৮.গ ২৮.ক ২৯.ক ৩০.খ
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা