১০২. FOMA–এর পূর্ণ রূপ কী?
ক. Freedom of Media Access
খ. Freedom of Multimedia Access
গ. Freedom of Multimedia Acceleration
ঘ. Freedom of Multimedia Accuracy
১০৩. LTE–এর পূর্ণ রূপ কী?
ক. Long Terminal Equipment
খ. Long Term Enhancement
গ. Long Term Evolution
ঘ. Long Term Engine
১০৪. দ্রুত চলনশীল ডিভাইসের ক্ষেত্রে 4G-নেটওয়ার্কে ডেটা ট্রান্সফারের হার সর্বোচ্চ কত?
ক. 1 Mbps খ. 4 Mbps
গ. 10 Mbps ঘ. 100 Mbps
১০৫. 4K ভিডিও উপভোগ করা যায় কোন প্রজন্মের মোবাইলে?
ক. প্রথম খ. তৃতীয়
গ. চতুর্থ ঘ. পঞ্চম
১০৬. ভৌগোলিক বিস্তৃতির ওপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১০৭. PAN (Personal Area Network)–এর পরিধি সর্বোচ্চ কত?
ক. ১ মিটার খ. ২ মিটার
গ. ৫ মিটার ঘ. ১০ মিটার
১০৮. PAN (Personal Area Network)–এর জন্য প্রযোজ্য—
i. এর ব্যাপ্তি ৩ থেকে ১০ মিটার হয়ে থাকে
ii. হাফ ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার করতে পারে
iii. এটি স্থাপন করা সহজ ও স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৯. নিচের কোনটি Googleplex–এর উদাহরণ?
ক. LAN খ. CAN
গ. MAN ঘ. WAN
১১০. পৃথিবীর সবচেয়ে বড় WAN–এর উদাহরণ কোনটি?
ক. amazon খ. ebay
গ. Microsof ঘ. Internet
১১১. অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরকে কী বলে?
ক. মডুলেশন খ. ডিমডুলেশন
গ. এনকোডিং ঘ. ডিকোডিং
সঠিক উত্তর
অধ্যায় ২: ১০২.খ ১০৩.গ ১০৪.ঘ ১০৫.ঘ ১০৬.ঘ ১০৭.ঘ ১০৮.ঘ ১০৯.খ ১১০.ঘ ১১১.খ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা