ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৬৫. দায়িত্ব ও জবাবদিহি নির্ধারণকে কী বলে?

ক. সংগঠন খ. নিয়ন্ত্রণ

গ. কর্মী সংস্থান ঘ. পরিকল্পনা

৬৬. ব্যবস্থাপনার বিভিন্ন স্তরকে সাধারণভাবে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. ৫টি খ. ৪টি

গ. ৩টি ঘ. ২টি

৬৭. ব্যবস্থাপনা চক্র বলতে নিচের কোনটির পর্যায় ক্রমিক আবর্তনকে বোঝায়?

ক. উদ্দেশ্য খ. কর্ম

গ. নীতি ঘ. উপকরণ

৬৮. নিচের কোনটি মধ্যস্তরের ব্যবস্থাপক?

ক. সুপারভাইজার

খ. আঞ্চলিক ব্যবস্থাপক

গ. ব্যবস্থাপনা পরিচালক

ঘ. ফোরম্যান

৬৯. ব্যবস্থাপনা কার্যাবলির সর্বশেষ ধাপ কোনটি?

ক. সমন্বয়সাধন খ. নিয়ন্ত্রণ

গ. প্রেষণা ঘ. নির্দেশনা

৭০. উচ্চপর্যায়ের ব্যবস্থাপনাসংক্রান্ত কাজ —

i. উদ্দেশ্য প্রতিষ্ঠা করা

ii. নীতি প্রণয়ন করা

iii. পরিকল্পনা প্রণয়ন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭১. নিচের কোন জন প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে বিবেচিত নন?

ক. জেনারেল ম্যানেজার

খ. ব্যবস্থাপনা

গ. বিভাগীয় প্রধান

ঘ. কোম্পানি সচিব

৭২. ‘The Wealth of Nations’ গ্রন্থটি কার রচনা?

ক. লুকা প্যাসিওলি খ. অ্যাডাম স্মিথ

গ. আল ফারাবি ঘ. হেরিংটন ইমারসন

৭৩. প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য নিয়োজিত উপাদান—

i. বাজার

ii. মানবসম্পদ

iii. যন্ত্রপাতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৬৫.ক ৬৬.গ ৬৭.খ ৬৮.খ ৬৯.খ ৭০.ঘ ৭১.গ ৭২.খ ৭৩.ঘ

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা