পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৩১. প্লাইস্টোসিনকাল বলা হয় কোন সময়কে?
ক. ২৫ হাজার বছর পূর্বের সময়কে
খ. আন্তবরফগলা সময়কে
গ. ২৫ লক্ষ বছর পূর্বের সময়কে
ঘ. ৭৫ হাজার বছর পূর্বের সময়কে
৩২. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
ক. জানুয়ারি খ. এপ্রিল
গ. জুন ঘ. সেপ্টেম্বর
৩৩. ভারতের মোট বৃষ্টির কত শতাংশ বর্ষায় হয়?
ক. ২–৩ খ. ৩–৪
গ. ৪–৫ ঘ. ৫–৬
৩৪. টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৩৫. ভূ–অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয়, তাকে কী বলে?
ক. কেন্দ্র খ. উপকেন্দ্র
গ. উপত্যকা ঘ. চ্যুতি
৩৬. ভূমিকম্পের প্রলয়ঙ্করী বলয়ে অবস্থিত নিচের কোনটি?
ক. চট্টগ্রাম খ. রংপুর
গ. বান্দরবান ঘ. খুলনা
৩৭. ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কত লোক বাস করত?
ক. ৮১৫ জন খ. ৮৭৬ জন
গ. ১০১৫ জন ঘ. ১০৭৬ জন
৩৮. বাংলাদেশে ‘কালবৈশাখী’ কোন দিক থেকে প্রবাহিত হয়?
ক. পশ্চিম–উত্তর খ. দক্ষিণ–পশ্চিম
গ. দক্ষিণ–পূর্ব ঘ. উত্তর–পূর্ব
৩৯. বাংলাদেশকে কেন ভূমিকম্পপ্রবণ অঞ্চল বলা হয়?
ক. ইন্ডিয়ান প্লেট ও মিয়ানমার সাবপ্লেটের মধ্যে বাংলাদেশ অবস্থিত
খ. এই এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত
গ. শিলা ধসে পড়ার কারণে
ঘ. এ অঞ্চলের প্লেটসমূহ গতিহীন অবস্থায় রয়েছে বলে।
৪০. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বিজয় তাজিনডং–এর উচ্চতা কত?
ক. ১২৩১ মিটার খ. ১২৩০ মিটার
গ. ১০০০ মিটার ঘ. ৯১৫ মিটার
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩১.ক ৩২.খ ৩৩.খ ৩৪.ক ৩৫.ক ৩৬.গ ৩৭.খ ৩৮.ক ৩৯.ক ৪০.ক
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা