দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১. ওয়ার্ড প্রসেসিংয়ের অর্থ কী?

ক. প্রসেস করা

খ. প্রক্রিয়াকরণ

গ. শব্দ প্রক্রিয়াকরণ

ঘ. বর্ণ প্রক্রিয়াকরণ

২. ওয়ার্ড প্রসেসিং বলতে কী বোঝায়?

ক. ছবি আঁকা

খ. লেখালেখি করা

গ. হিসাব-নিকাশ করা

ঘ. কথা বলা

৩. কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম?

ক. মাইক্রোসফট অ্যাকসেস

খ. পাওয়ার পয়েন্ট

গ. মাইক্রোসফট এক্সেল

ঘ. মাইক্রোসফট ওয়ার্ড

৪. মানুষ মনের ভাব প্রকাশ করে নিচের কোনটির মাধ্যমে?

ক. লেখালেখি খ. বই পড়া

গ. ঘুরে বেড়ানো ঘ. গান শোনা

৫. মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে?

ক. অ্যাডা লাভলেস

খ. স্টিভ জবস

গ. ম্যাক্সওয়েল

ঘ. বিল গেটস

৬. কম্পিউটারে দ্রুত ও নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় কোন প্রোগ্রাম ব্যবহার করে?

ক. মাইক্রোসফট ওয়ার্ড

খ. ফটোশপ

গ. ফক্সপ্রো

ঘ. মাইক্রোসফট অ্যাকসেস

৭. ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি?

ক. লেখালেখি খ. ছবি সংযোজন

গ. এডিটিং ঘ. সংরক্ষণ করা

৮. রিবনের কোন বোতামে চাপ দিলে অক্ষর মোটা হয়?

ক. G খ. I

গ. B ঘ. U

৯. অফিস সফটওয়্যার ব্যবহার করা যায় কোন মাধ্যমে?

ক. ডেস্কটপ খ. ল্যাপটপ

গ. স্মার্টফোন ঘ. সব কটি

১০. মানুষ তার কল্পনাকে অন্যের সামনে তুলে ধরে কিসের মাধ্যমে?

ক. হিসাব-নিকাশের মাধ্যমে

খ. ঘুরে বেড়ানোর মাধ্যমে

গ. ডেটাবেজের ব্যবহারে

ঘ. লেখালেখির মাধ্যমে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.গ ২.খ ৩.ঘ ৪.ক ৫.ঘ ৬.ক ৭.গ ৮.গ ৯.ঘ ১০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা