দশম শ্রেণির পড়াশোনা
১. কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
ক. উপযোগ খ. উৎপাদন
গ. বণ্টন ঘ. চাহিদা
২. ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি কোনটি?
ক. পবিত্র কোরআন শরিফ ও হাদিস শরিফ
খ. দেশের সংবিধান
গ. অর্থনীতিবিদদের তত্ত্ব
ঘ. প্রাকৃতিক সম্পদ
৩. ইসলামি অর্থব্যবস্থায় উৎপাদনপ্রক্রিয়া সমাজের জন্য কী ধরনের?
ক. কাম্য
খ. ক্ষতিকর
গ. কল্যাণকর ও শোষণহীন
ঘ. ভালো
৪. কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিমালিকানাধীন?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. মিশ্র ঘ. ইসলামি
৫. জাতীয় সম্পদের উৎস কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৬. কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. মিশ্র ঘ. ইসলামি
৭. নিচের কোনটি সমষ্টিগত সম্পদ?
ক. বাড়ি খ. গাড়ি
গ. নদী ঘ. মোটরসাইকেল
৮. বৈজ্ঞানিক আবিষ্কার কোন ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত খ. সমষ্টিগত
গ. জাতীয় ঘ. আন্তর্জাতিক
৯. উৎপাদনের উপাদান কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১০. ব্যক্তিপর্যায়ে কোন অর্থনৈতিক ব্যবস্থাটি বেশি গ্রহণযোগ্য?
ক. ধনতান্ত্রিক খ. মিশ্র
গ. সমাজতান্ত্রিক ঘ. ইসলামি
সঠিক উত্তর
অধ্যায় ১১: ১.ক ২.ক ৩.গ ৪.ক ৫.ক ৬.খ ৭.গ ৮.ঘ ৯.গ ১০.ক
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা