জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইবিএর উইকেন্ড এমবিএ প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ৬০ ক্রেডিট-ঘন্টার এই এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের ক্লাস হবে শুধু শুক্র ও শনিবার। এবং একই সঙ্গে শিক্ষার্থীরা যাতে ঢাকা থেকে ক্যাম্পাসে সহজে যাতায়াত করতে পারে সে ব্যবস্থাও থাকবে।
যেকোনো ডিসিপ্লিনে চার বছরের ব্যাচেলর ডিগ্রি অথবা সমমান ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি+১ অথবা ২ বছরের মাস্টার্স ডিগ্রি।
ব্যাচেলর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ–২.৫ (৪–এর স্কেলে) অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে।
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.০০ (৫.০০–এর স্কেলে) অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৪, সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
লিখিত ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার বেলা তিনটা থেকে বিকেল চারটা
মৌখিক পরীক্ষা: ২৬ ও ২৭ এপ্রিল ২০২৪, শুক্র ও শনিবার।
ক্লাস শুরু: ৭ জুন ২০২৪।
শিক্ষার্থীদের ঢাকা থেকে ক্যাম্পাস পর্যন্ত যাতায়াতের সুবিধা থাকবে।
লিখিত পরীক্ষায় থিমেটিক রাইটিং এবং বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) থাকবে।
বহুনির্বাচনি প্রশ্নে প্রার্থীদের গাণিতিক দক্ষতা, ইংরেজি দক্ষতা এবং সাধারণ জ্ঞান যাচাই করা হবে।
পরীক্ষার সময় কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
লিখিত পরীক্ষার ফলাফল সাধারণত পরীক্ষার ৩-৪ দিনের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আইবিএ-জেইউ অফিস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার, ঢাকা।
আরো বিস্তারিত জানতে ভিজিট করুন: iba-ju.edu.bd/postgraduate_admission