দশম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৫১. এক দফা আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?

ক. সামরিক শাসকের পদত্যাগ

খ. সাত্তারের পদত্যাগ

গ. এরশাদের পদত্যাগ

ঘ. সাইফুদ্দিনের পদত্যাগ

৫২. সামরিক আইনবিরোধী আন্দোলনে কারা প্রথম ভূমিকা রেখেছিলেন?

ক. ছাত্রসমাজ খ. সাংবাদিক

গ. বুদ্ধিজীবী ঘ. পেশাজীবী

৫৩. এরশাদের শাসনামলে প্রথম নির্বাচন কোনটি?

ক. সিটি করপোরেশন

খ. জাতীয় সংসদ

গ. ইউনিয়ন পরিষদ

ঘ. উপজেলা পরিষদ

৫৪. মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল?

ক. ১০টি খ. ১২টি

গ. ১৩টি ঘ. ১৪টি

৫৫. যুদ্ধবিধ্বস্ত সাড়ে ৭ কোটি বাঙালির জন্য বড় চ্যালেঞ্জ ছিল কয়টি?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

৫৬. বাংলাদেশ কীভাবে স্বাধীনতা লাভ করেছে?

ক. মুক্তিযুদ্ধের মাধ্যমে

খ. জাতিসংঘের মধ্যস্থতায়

গ. আলাপ–আলোচনার মাধ্যমে

ঘ. বহির্বিশ্বের চাপের ফলে

৫৭. বাংলাদেশে কততম জাতীয় সংসদে ‘তত্ত্বাবধায়ক সরকার বিল’ পাস হয়?

ক. ষষ্ঠ খ. সপ্তম

গ. অষ্টম ঘ. নবম

৫৮. বাংলাদেশে প্রথম কত সালে সামরিক শাসন জারি হয়?

ক. ১৯৭৫ সালে খ. ১৯৭৭ সালে

গ. ১৯৭৮ সালে ঘ. ১৯৮২ সালে

৫৯. বাংলাদেশে প্রথম কত সালে শিক্ষা কমিশন গঠিত হয়?

ক. ১৯৬৬ সালে খ. ১৯৬৯ সালে

গ. ১৯৭০ সালে ঘ. ১৯৭২ সালে

৬০. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?

ক. ২টি খ. ৪টি

গ. ৬টি ঘ. ৮টি

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫১.গ ৫২.ক ৫৩.গ ৫৪.খ ৫৫.গ ৫৬.ক ৫৭.ক ৫৮.ক ৫৯.ঘ ৬০.খ

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা