১১. ভ্রমণসঙ্গীর পারিভাষিক শব্দ কোনটি?
ক. স্পুটনিক খ. এক্সপ্লোরার
গ. ইনটেলসেট ঘ. স্টক
১২. প্রথম মহিলা মহাকাশচারী কে?
ক. কল্পনা চাওলা
খ. মাদার তেরেসা
গ. ইউরি গ্যাগারিন
ঘ. ভ্যালেন্তিনা তেরেসকোভা
১৩. রিলে স্টেশনের কাজে ব্যবহৃত উপগ্রহ কোনটি?
ক. যোগাযোগ উপগ্রহ
খ. আবহাওয়া উপগ্রহ
গ. নৌপরিবহন উপগ্রহ
ঘ. সামরিক উপগ্রহ
১৪. মাটি, ফসল, পানি ও বায়ুদূষণ নির্ণয়ে কোন উপগ্রহ ব্যবহার করা হয়?
ক. আবহাওয়া উপগ্রহ
খ. যোগাযোগ উপগ্রহ
গ. সামরিক উপগ্রহ
ঘ. পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ
১৫. যোগাযোগ উপগ্রহ ব্যবহৃত হয়—
i. আবহাওয়ার পূর্বাভাস জানতে
ii. টেলিভিশনে খেলা দেখতে
iii. টেলিফোনে কথা বলতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ?
ক. ৩০টি খ. ৪৫টি
গ. ৫৫টি ঘ. ৬৭টি
১৭. গ্যালাক্সি হলো—
i. গ্রহ, নক্ষত্রের মধ্যে অবস্থিত খালি জায়গা
ii. নক্ষত্রকে কেন্দ্র করে পরিভ্রমণকারী জ্যোতিষ্ক
iii. মহাবিশ্বের কোনো স্থানে ঘনীভূত পদার্থের আধিক্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য হলো—
i. গ্রহের আলো আছে, নক্ষত্রের আলো নেই
ii. গ্রহের আলো নেই, নক্ষত্রের আলো আছে
iii. গ্রহের উপগ্রহ আছে, নক্ষত্রের উপগ্রহ নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে ঘোরার জন্য কোনটি প্রয়োজন?
ক. মহাকর্ষ বল খ. সবল বল
গ. কেন্দ্রমুখী বল ঘ. মাধ্যাকর্ষণ বল
২০. কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে—
i. প্রয়োজনীয় দ্রুতি থাকতে হয়
ii. উচ্চতা বেশি হলে দ্রুতি বেশি হয়
iii. উচ্চতা বেশি হলে প্রদক্ষিণ করতে সময় বেশি লাগে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১২: ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ঘ ১৫.গ ১৬.ঘ ১৭.খ ১৮.গ ১৯.ঘ ২০.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা