এবার পরীক্ষা শুরু বেলা ১১টায়

কর্ণেল নুরন্ নবী (অব.)
কর্ণেল নুরন্ নবী (অব.)

তোমার পরীক্ষার খাতাই তোমার পরিচয়। তাই তোমার পরীক্ষার খাতার উপস্থাপনা হতে হবে সঠিক ও যথাযথ।

∎ এবার ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। চলবে বেলা ১টা পর্যন্ত।

∎ পরীক্ষার হলে তোমাকে অবশ্যই ৩০ মিনিট আগে, অর্থাৎ ১০টা ৩০ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে। তাই বাসা থেকে হাতে বেশি সময় নিয়ে বের হবে। যাতে করে সঠিক সময়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারো।

∎ পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে জেনে নাও, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেনসিল, ইরেজার, স্কেল ঠিকভাবে নিয়েছ কি না। আর পরীক্ষা শেষে দেখে নেবে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডসহ দরকারি কিছু ঠিকমতো গুছিয়ে রেখেছ কি না। ভুলে ফেলে এলে তা পাওয়ার সম্ভাবনা কম। তাই প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখবে।

প্রশ্ন হাতে পেয়ে ভালোভাবে পড়বে এবং কোন কোন উত্তর লিখবে, সেটা নির্ধারণ করে ফেলবে। প্রশ্ন ভালোভাবে পড়ে তারপর উত্তর লেখা শুরু করবে। যে প্রশ্নের উত্তর ভালো পারো, তা দিয়েই লেখা শুরু করবে।

∎ ভালো জানা প্রশ্নের উত্তর লেখা শুরু করলে কাটাকাটি হওয়ার সম্ভাবনা কম থাকবে।

∎ প্রথমে প্রশ্নের নম্বর লিখে দাগ দিয়ে উত্তর লেখা শুরু করবে। প্রশ্নের নম্বর ১, ২ এবং ‘ক’, ‘খ’—কোনটির উত্তর করছ, তা স্পষ্ট করে লিখবে। যাতে পরীক্ষক সহজেই তোমার উত্তরটা বুঝতে পারেন।

∎ একটি প্রশ্নের উত্তর লেখা শেষ হওয়ার পর কমপক্ষে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি জায়গা খালি রেখে পরের প্রশ্নের উত্তর লেখা শুরু করবে।

∎ হাতের লেখা সুন্দর না হলেও যেন পরিষ্কার, নির্ভুল ও স্পষ্ট হয়, সেদিকে খেয়াল রাখবে।

∎ অযথা কাটাকাটি করা থেকে বিরত থাকবে।

∎ মার্জিনের বাইরে যাতে কোনো উত্তর না যায়, সেদিকে খেয়াল রাখবে। গণিতের প্রশ্ন ভালোভাবে পড়বে এবং অঙ্কটি খাতায় তোলার পর পুনরায় মেলাবে। কেননা প্রশ্নের কোনো একটি সংখ্যা বা চিহ্ন ভুল তুললে সম্পূর্ণ অঙ্কটি ভুল হবে।