পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
১. আর্থিক বিবরণীর ধাপ কোনটি?
ক. ক্রয়–বিক্রয় হিসাব
খ. লাভ–লোকসান হিসাব
গ. নগদ স্থিতি বিবরণী
ঘ. আর্থিক অবস্থার বিবরণীকে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা
২. আর্থিক বিবরণীকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
ক. তিন ভাগে খ. পাঁচ ভাগে
গ. সাত ভাগে ঘ. আট ভাগে
৩. শিক্ষানবিশ সেলামি কী?
ক. প্রত্যক্ষ পরিচালক
খ. পরোক্ষ অপরিচালনা আয়
গ. বিলম্বিত আয়
ঘ. প্রত্যক্ষ অপরিচালন আয়
৪. নিট মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি?
ক. মোট মুনাফা যোগ অপরিচালন নিট আয়
খ. পরিচালন মুনাফা বাদ অপরিচালন আয়
গ. পরিচালন মুনাফা যোগ অন্যান্য আয় বিয়োগ অন্যান্য খরচ
ঘ. মোট মুনাফা যোগ পরিচালন আয় বাদ পরিচালন ব্যয়
৫. নিচের কোনটি প্রত্যক্ষ খরচ?
ক. ভাড়া খ. শুল্ক
গ. অফিস খরচ ঘ. কমিশন
৬. স্বল্পকালীন স্থায়ী এবং দ্রুত নগদ অর্থ রূপান্তরযোগ্য সম্পত্তিকে কী বলে?
ক. স্থায়ী খ. চলতি সম্পত্তি
গ. ক্ষণস্থায়ী সম্পত্তি ঘ. অদৃশ্য সম্পত্তি
৭. হাসি ট্রেডার্সের খাতায় খুশি ব্রাদার্স হিসাবটির ডেবিটের তুলনায় ক্রেডিটের টাকার পরিমাণ ১৫,০০০ কম। এ পার্থক্য দ্বারা হাসি ট্রেডার্সের টাকার পরিমাণ—
i. সম্পদ বোঝায়
ii. দায় নির্দেশ করে
iii. পাওনা বোঝায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের স্বীকৃত মাধ্যম কোনটি?
ক. আয়–ব্যয় হিসাব
খ. ক্রয়–বিক্রয় হিসাব
গ. লাভ–ক্ষতি হিসাব
ঘ. আর্থিক অবস্থার বিবরণী
৯. আর্থিক অবস্থার বিরণীতে কয় স্তরে তথ্য লিপিবদ্ধ করা হয়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১০. কোনটি স্থায়ী সম্পদ?
ক. দালানকোঠা খ. প্রদেয় দালালি
গ. দেয় ভাড়া ঘ. অগ্রিম উপভাড়া
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১.ঘ ২.খ ৩.খ ৪.গ ৫.খ ৬.খ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.ক
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা