নবম শ্রেণির পড়াশোনা
অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দীপ্তর হাত কেটে গিয়ে লাল বর্ণের তরল বেরিয়ে আসায় সে ভয় পেয়ে গেল। তার বড় ভাই তাকে বুঝিয়ে বলল, সামান্য কেটে গেছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। একধরনের কণিকা একটু পরই এর নিঃসরণ বন্ধ করে দেবে।
২১. কোন কণিকা নিঃসরণ বন্ধ হতে সাহায্য করবে?
ক. লোহিত কণিকা খ. শ্বেতকণিকা
গ. অণুচক্রিকা ঘ. হিমোগ্লোবিন
২২. তরলটি লাল হওয়ার কারণ—
i. একটি কণিকায় হিমোগ্লোবিনের উপস্থিতি
ii. লোহিত কণিকার সংখ্যাধিক্য
iii. থ্রম্বোপ্লাস্টিনের নিঃসরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. সর্বজনীন রক্তদাতা গ্রুপ কোনটি?
ক. A খ. B
গ. AB ঘ. O
২৪. মুক্তির রক্তে কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু a, b অ্যান্টিবডি আছে। সে—
i. রক্ত নিতে পারবে AB গ্রুপ থেকে
ii. রক্ত নিতে পারবে O গ্রুপ থেকে
iii. রক্ত দিতে পারবে সব গ্রুপকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বিপ্লব গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। প্রচুর রক্তক্ষরণরত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। খুব তাড়াতাড়ি তাকে বিশেষ প্রক্রিয়ায় রক্ত দেওয়া হয়। তার রক্তের গ্রুপ জানা ছিল না।
২৫. বিপ্লবকে কোন প্রক্রিয়ায় রক্ত দেওয়া হয়?
ক. রক্ত সংযোজন খ. রক্ত সংবহন
গ. রক্ত প্রতিস্থাপন ঘ. রক্ত সঞ্চালন
২৬. উক্ত অবস্থায় তাকে কোন গ্রুপের রক্ত দেওয়া নিরাপদ?
ক. A খ. B
গ. AB ঘ. O
২৭. হৃৎপিণ্ডের প্রসারণকে কী বলে?
ক. সিস্টোল খ. ডায়াস্টোল
গ. এক্সপানশন ঘ. কনট্রাকশন
২৮. CO₂ সমৃদ্ধ রক্ত কোথায় পরিশোধিত হয়?
ক. হৃৎপিণ্ডে খ. যকৃতে
গ. ফুসফুসে ঘ. বৃক্কে
২৯. ধমনির প্রাচীর কত স্তরবিশিষ্ট?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৩০. প্রসবকালীন উচ্চ রক্তচাপজনিত সমস্যাকে কী বলে?
ক. অ্যানিমিয়া খ. লিউকেমিয়া
গ. একলামশিয়া ঘ. অস্টিওম্যালেশিয়া
সঠিক উত্তর
অধ্যায় ৬: ২১.গ ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.ক ২৬.ঘ ২৭.খ ২৮.গ ২৯.গ ৩০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)