[পূর্ববর্তী লেখার পর]
‘আগুনের পরশমণি’ থেকে প্রশ্নোত্তর
প্রশ্ন: কে দোকান বন্ধ করার জন্য উঠে দাঁড়াল?
উত্তর: ইদ্রিস মিয়া।
প্রশ্ন: কারা মতিন সাহেবের বাড়িতে আশ্রয় নিলেন?
উত্তর: ছয় সঙ্গীসহ বদিউল আলম নামের এক যুবক।
প্রশ্ন: গেটের চাবি কার কাছে থাকে?
উত্তর: সুরমার কাছে।
প্রশ্ন: মতিন সাহেবের দুই মেয়ের নাম কী কী?
উত্তর: রাত্রি ও অপালা।
প্রশ্ন: খাওয়া শেষে মতিন সাহেব কী শুনতে বসলেন?
উত্তর: স্বাধীন বাংলা বেতার।
প্রশ্ন: কার ঘরে বদিউল আলমের শোবার ব্যবস্থা করা হলো?
উত্তর: বিন্তির ঘরে।
প্রশ্ন: বিন্তির ঘরটা কিসের ঘর হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর: ভাঁড়ার ঘর।
প্রশ্ন: সুরমা কখন বদিউল আলমকে চলে যেতে বললেন?
উত্তর: পরদিন সকালে।
প্রশ্ন: সুরমার উৎকণ্ঠা কাদেরকে নিয়ে?
উত্তর: তাঁদের মেয়ে দুটিকে নিয়ে।
প্রশ্ন: বদিউল আলম কয়দিন মতিন সাহেবের বাড়িতে থাকতে চাইলেন?
উত্তর: এক সপ্তাহ।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]