[পূর্ববর্তী লেখার পর]
১. একমালিকানা ব্যবসায়ের উদ্যোক্তা কতজন থাকে?
ক. ১ জন খ.২ জন
গ. ৩ জন ঘ. ৪ জন
২. কার্যারম্ভ কোম্পানি গঠনের কততম পর্যায়?
ক. তৃতীয় খ. চতুর্থ
গ. পঞ্চম ঘ. ষষ্ঠ
৩. কোনটি রাষ্ট্রীয় ব্যবসায়?
ক. যমুনা পেট্রোলিয়াম লি.
খ. অ্যালিকো লাইফ ইন্স্যুরেন্স
গ. স্কয়ার ফার্মা লি.
ঘ. বাংলাদেশ পর্যটন সংস্থা
৪. যৌথ মূলধনী ব্যবসায়ের গঠন—
i. বেশ জটিল
ii. আনুষ্ঠানিকতাপূর্ণ
iii. খুব সহজ ও সাবলীল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫. সমবায় বিধিমালা কত সালে প্রবর্তিত হয়?
ক. ১৯৭২ সালে খ. ১৯৮৬ সালে
গ. ২০০২ সালে ঘ. ২০০৪ সালে
৬. ইউরোপ ও আমেরিকার কত ভাগ ব্যবসায় একমালিকানা ভিত্তিক?
ক. প্রায় ৬০% খ. প্রায় ৭০%
গ. প্রায় ৮০% ঘ. প্রায় ৯০%
৭. কোন ব্যবসায় কার্যক্রম পৃথিবীতে প্রথম শুরু হয়েছিল?
ক. এক মালিকানা খ. অংশীদারি
গ. যৌথ মূলধনী ঘ. সমবায় সমিতি
৮. পাবলিক লিমিটেড কোম্পনির ন্যূনতম কতজন পরিচালক থাকতে হবে?
ক. ২ জন খ. ৩ জন
গ. ৪ জন ঘ. ৫ জন
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.ক ২.খ ৩.ঘ ৪.ক ৫.ঘ ৬.গ ৭.ক ৮.খ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]